Sunil Gavaskar: এই ফাস্ট বোলারকে বুমরাহর সঙ্গে তুলনা করলেন গাভাস্কর

Sunil Gavaskar

আমেরিকার বিরুদ্ধে (T20 World Cup 2024) ভারতের জয়ের নায়ক আর্শদীপ সিংকে নিয়ে বিসিসিআইয়ের কাছে বিশেষ দাবি তুলেছেন সুনীল গাভাস্কার (Sunil Gavaskar)। লাল বলের ক্রিকেটে এই ফাস্ট বোলারকে সুযোগ দেওয়ার কথা বলেছেন তিনি।

Advertisements

T20 World Cup 2024: অভিমানে মন্তব্যই করতে চাইলেন না রিয়ান পরাগ

বুধবারের ম্যাচে আমেরিকার বিরুদ্ধে সাত উইকেটে জিতেছে ভারতীয় দল। এই জয়ের ফলে ভারত সুপার আটে জায়গা করে নিয়েছে। এবার টিম ইন্ডিয়ার চোখ থাকবে কানাডার বিরুদ্ধে ম্যাচের দিকে। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্শদীপ সিং মারাত্মক বোলিং করেছিলেন। ২.২৫ ইকোনমি রেটে চার ওভারের স্পেলে মাত্র ৯ রান দিয়ে চার উইকেট নেন তিনি।

এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কার পান আর্শদীপ। ভারত-আমেরিকা ম্যাচের পর আর্শদীপ সিংয়ের প্রশংসা করেছেন সুনীল গাভাস্কার। “আর্শদীপ সঠিক লেংথে বল পিচ করে, ডান-হাতিদের স্টাম্প টার্গেট করে এবং বাঁহাতি ব্যাটসম্যানদের থেকে দূরে রাখে। ডান হাতি ও বাঁ-হাতি ব্যাটসম্যানদের জন্য সঠিক লেংথে বল করার ক্ষমতা রয়েছে তার”, বলেছেন সুনীল।

Advertisements

Dip Saha: ‘চার বছর খেলেও ইস্টবেঙ্গলের সিনিয়র দলে সুযোগ পেলাম না,’ আক্ষেপ দীপের

এই সময় গাভাস্কার আর্শদীপ সিংকে জসপ্রীত বুমরাহর সঙ্গে তুলনা করেন। তিনি বলেছেন, “বুমরাহর মতো অর্শদীপও লাল বলের ক্রিকেটে প্রাণঘাতী পারফরম্যান্স করতে পারে। আমার মনে হয় বুমরাহর মতো সে-ও লাল বলের ক্রিকেটে ভালো করবে। সাদা বলকে কার্যকরভাবে মুভ করতে পারলে লাল বলে সমান কার্যকরী হতে পারবে ও। নির্বাচকদের উচিত ওকে টেস্ট দলের বিকল্প হিসেবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা। “