বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল কাপ খেলতে ভুবনেশ্বরে রয়েছে ভারতীয় দল। প্রথম ম্যাচে মঙ্গোলিয়া ও দ্বিতীয় ম্যাচে ভানুয়াতুকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে গিয়েছে ব্লু টাইগার্স। যারফলে আজ মূলত নিয়ম রক্ষার ম্যাচ খেলবে ভারত। প্রতিপক্ষ লেবানন। তার আগেই আজ ওডিশার লিঙ্গরাজ মন্দিরে ফুরফুরে মেজাজে ধরা দিলেন ভারতীয় অধিনায়ক সুনীল ছেত্রী (Sunil Chhetri)। তবে তিনি একানন।
স্ত্রী সোনম ভট্টাচার্যের সঙ্গে মন্দিরে আসলেন ছেত্রী। গত ভানুয়াতু ম্যাচে গোল করে বিশেষ স্টাইলে সেলিব্রেশন করেছিলেন এই ভারতীয় অধিনায়ক। যা দেখে পরিষ্কার যে খুব তাড়াতাড়ি নতুন সদস্য আসতে চলেছে ছেত্রী পরিবারে। তার আগে খোশ মেজাজে ধরা দিলেন দুজনে।
আজ সন্ধ্যায় ভুবনেশ্বরে ইন্টারকন্টিনেন্টাল কাপের তৃতীয় ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। তবে নিয়মরক্ষার ম্যাচ হলেও আজকের ম্যাচ কে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ভারতীয় কোচ ইগর স্টিমাচ। গতকাল এই লেবানন ম্যাচ নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়ে দেন যে আজকের ম্যাচে সেরা একাদশ খেলানোর প্রচেষ্টা থাকবে। যার অন্যতম কারন ফিফার ক্রমতালিকা। বর্তমানে ফিফার তালিকার দিকে নজর রাখলে দেখা যায় ভারতের অবস্থান রয়েছে ১০১ নম্বরে। তবে আজ জিতলে সেখান থেকে ৯৯ গন্ডি টপকে উঠে আসবে ভারতীয় দল।
বলতে গেলে বিরাট বড়ো হাতছানি ভারতীয় দলের কাছে। তাই সেই সুযোগ কাজে লাগাতে চান সুনীল-গুরপ্রীতরা। তবে অতীতের পরিসংখ্যানের দিকে তাকালে সেখানে পাল্লা ভারি দেখা যায় লেবাননের। এমনকি ভারতীয় দলের থেকে ও ফিফা তালিকায় অনেকটাই উপরে এই দেশ। তাই আজকের এই ম্যাচ যে যথেষ্ট কঠিন হতে চলেছে তা কিন্তু বলাই চলে।