Sunil Chhetri Replacement: সুনীল ছেত্রীর উত্তরাধিকার হতে পারবেন এই ৩ জনের কেউ?

ভারতীয় ফুটবলে বড় খবর। অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। এক ভিডিও বার্তার মাধ্যেম অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। ৬ জুন কুয়েতের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক…

Sunil Chhetri Replacement

ভারতীয় ফুটবলে বড় খবর। অবসর ঘোষণা করেছেন সুনীল ছেত্রী। এক ভিডিও বার্তার মাধ্যেম অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা তিনি জানিয়েছেন। ৬ জুন কুয়েতের বিরুদ্ধে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলবেন। সুনীলের পর কে হইবেন ভারতের আক্রমণভাগের মেইন ম্যান (Sunil Chhetri Replacement)?

Sunil Chhetri Retirement: অবসর ঘোষণা করলেন সুনীল ছেত্রী

   

সুনীল ছেত্রী আইকন। তাঁকে ছাড়া ভারতের জাতীয় দলের কথা ভাবাও কঠিন। দেশে অনেক স্ট্রাইকার রয়েছেন। তাঁদের মধ্যেই কি কেউ হয়ে উঠতে পারবেন ছেত্রীর যোগ্য উত্তরাধিকার? সাম্প্রতিক পারফরম্যান্সের নিরিখে তিন ভারতীয় ফুটবলারের কথা তুলে ধরা হল যারা ভয় ধরিয়েছিলেন প্রতিপক্ষের রক্ষণে।

লালিয়ানজুয়ালা ছাংতে

লালিয়ানজুয়ালা ছাংতে আইএসএল ২০২৩-২৪ মরসুম ১০ গোল করে নিজের ফর্ম অব্যাহত রেখেছিলেন। তিনিই একমাত্র ভারতীয় যিনি পরপর মরসুমে দশ গোল করেছেন। গোল করা ছাড়াও ,মুম্বই সিটি এফসির হয়ে লিগে ছয়টি অ্যাসিস্ট করেছেন।

বিক্রম প্রতাপ সিং

বিক্রম প্রতাপ সিং মুম্বই সিটি এফসি প্রধান কোচ পেট্র ক্র্যাটকির নির্দেশনায় স্ট্যান্ডআউট খেলোয়াড় হিসাবে আবির্ভূত হয়েছিলেন। ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড পুরো মরসুমে আটটি গোল করে ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন। ধারাবাহিক পারফরম্যান্সের কারণে ইমার্জিং প্লেয়ার অফ দ্য লিগ পুরষ্কার অর্জন করেছেন বিক্রম প্রতাপ সিং।

মনবীর সিং

মনবীর সিংয়ের মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। পাঞ্জাব থেকে উঠে আসা এই উইঙ্গার ২৩ ম্যাচে ৭ অ্যাসিস্ট ও ৪ গোল করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এ বছর শেষ হওয়া আইপিএল মরসুমে নিজের পাসিং দক্ষতাকে বাড়িয়েছেন মনবীর। এবারের লিগে ২৮ বছর বয়সী এই উইঙ্গার ৩৭টি সুযোগ তৈরি করেছেন, ৩০টি গুরুত্বপূর্ণ পাস দিয়ে প্লেমেকিং দক্ষতা প্রদর্শন করেছেন। ওয়ান-অন-ওয়ান পরিস্থিতিতে দেখিয়েছেন নিজের ড্রিবল দক্ষতা।