আমেদাবাদের ঘটনায় কী বললেন অধিনায়ক ও জাতীয় দলের কোচ?

Sunil Chhetri, Manolo Marquez Express Grief Over Ahmedabad Plane Crash
Sunil Chhetri, Manolo Marquez Express Grief Over Ahmedabad Plane Crash

গত বৃহস্পতিবার এক ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী থেকেছে আমেদাবাদ (Ahmedabad Plane Crash)। সেদিন দুপুর ১টা বেজে ৩৯ মিনিটে সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করেছিল ইংল্যান্ডগামী A| 171 বিমানটি। প্রথমে সমস্ত কিছু স্বাভাবিক থাকলেও পরবর্তীতে বদলাতে থাকে পরিস্থিতি। পাইলটের মে-ডে কল করার পর আর যোগাযোগ করা সম্ভব হয়নি বিদেশগামী এই উড়ো জাহাজটির সঙ্গে। তারপরেই ঘটে যায় বিরাট বিপত্তি। আচমকাই ভেঙে পড়ে সেখানকার মেডিকেল কলেজের হোস্টেলের ছাদে। যারফলে সেখানেই প্রান হারাতে হয় বিমানে থাকা যাত্রী থেকে শুরু করে অন্যান্য কর্মীদের পাশাপাশি সেই হোস্টেলের একাধিক পড়ুয়াদের। জখম ও হন বহু মানুষ।

Sunil Chhetri, Manolo Marquez Express Grief Over Ahmedabad Plane Crash
Manolo Marquez Express Grief Over Ahmedabad Plane Crash

সেই নিয়ে শোকের আবহ গোটা দেশ জুড়ে। আমেদাবাদের এই ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছে বিভিন্ন মহলের ব্যক্তিবর্গ। বাদ যায়নি দেশের ক্রীড়া জগত। পিভি সিন্ধু থেকে শুরু করে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা হোক কিংবা হার্দিক পান্ডিয়া শোক প্রকাশ, করেছেন সকলেই। এছাড়াও ভারতীয় ফুটবল মহলের বিভিন্ন ব্যক্তি বর্গের পাশাপাশি বিভিন্ন ফুটবল ক্লাবের তরফে ও জারি হয় বিবৃতি। বাদ যায়নি সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। বিমান দুর্ঘটনার নিহত ব্যক্তিদের পরিবার বর্গের প্রতি সমবেদনা জানানো হয় তাঁদের ও তরফে।

   

এই প্রসঙ্গে নিজের সোশ্যাল সাইটে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রী লেখেন, ” আহমেদাবাদ থেকে আসা খবরে আমি মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রার্থনা এবং শক্তি।” এমনকি পরবর্তীতে শোক প্রকাশ করেন ভারতীয় ফুটবল দলের বর্তমান কোচ মানোলো মার্কুয়েজ। নিজের সোশ্যাল সাইটে তিনি লেখেন, ” আমেদাবাদের এই মর্মান্তিক ঘটনায় যাত্রী, ক্রু এবং ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমাদের সমবেদনা এবং আন্তরিক প্রার্থনা।”

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন