Sunil Chhetri: টানা সাতবার ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার সুনীল ছেত্রী

Sunil Chhetri

আরও একবার ফেডারেশনের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন সুনীল ছেত্রী (Sunil Chhetri)। এই নিয়ে সপ্তমবার সেরার শিরোপা পেলেন ভারত অধিনায়ক। কোচ ইগর স্টিমাচই সুনীলকে মনোনীত করেন।

Advertisements

২০০৭-এ প্রথমবার বর্ষসেরা ফুটবলার হয়েছিলেন। তারপর ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৭ এবং ২০১৮ মরশুমে এই তকমা পেয়েছিলেন ভারতের তারকা ফুটবলার। এবার কলকাতায় দুর্দান্ত পারফরম্যান্সে দেশকে এশিয়ান কাপের মূলপর্বে তোলার পুরস্কার পেলেন সুনীল। স্টিমাচ বলেছেন, “সুনীল আমাদের সর্বোচ্চ গোলদাতা। সাফ কাপে টুর্নামেন্টের সেরা ফুটবলার হয়েছে। তাছাড়া কলকাতায় এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বের তিন ম্যাচে চার গোল করেছে। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে।”

Advertisements

মেয়েদের বিভাগে বর্ষসেরা ফুটবলার হন মনীষা কল্যাণ। তাঁকে মনোনীত করেন মহিলা দলের কোচ থমাস ডেনারবি। সুনীল এবং মনীষা ছাড়াও বর্ষসেরা উঠতি ফুটবলারদের নামও ঘোষণা করে ফেডারেশন। এবার সেরা উঠতি ফুটবলারের পুরস্কার দেওয়া হবে মুম্বই সিটি এফসির তরুণ ফুটবলার বিক্রম প্রতাপ সিংকে। গতবছর আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগে দারুণ খেলেছিলেন তিনি। মহিলাদের ফুটবলে সেরা উঠতি তারকার শিরোপা দেওয়া হবে মার্টিনা থকচমকে।