FIFA BAN India: ভারতকে ফিফা ব‍্যান করায় হতাশ সুনীল ছেত্রী

ভারত ফিফার (FIFA) দ্বারা ব‍্যান হওয়ার পর অনেকেই আশঙ্কা করছিলেন এবার হয়তো অবসর নিয়ে নেবেন দেশের অধিনায়ক সুনীল ছেত্রী।তবে খোদ ক‍্যাপ্টেন ফ‍্যান্টাস্টিক কি ভাবছেন ?আসুন…

sunil chhetri

short-samachar

ভারত ফিফার (FIFA) দ্বারা ব‍্যান হওয়ার পর অনেকেই আশঙ্কা করছিলেন এবার হয়তো অবসর নিয়ে নেবেন দেশের অধিনায়ক সুনীল ছেত্রী।তবে খোদ ক‍্যাপ্টেন ফ‍্যান্টাস্টিক কি ভাবছেন ?আসুন সেটা জেনে নেওয়া যাক।

   

নির্বাসনের খবর কানে পৌঁছনোর পর থেকেই দারুণ হতাশায় ভুগছেন ক‍্যাপ্টেন।তবে এখনই আশা হারাতে চাইছেন না তিনি।ভারত অধিনায়কের বক্তব্য, ” যারা ব‍্যাপারটা নিয়ে কাজ করছেন তারা দ্রুত এই সমস্যা সমাধানের চেষ্টা করছে নিশ্চিত।এবিষয়ে খেলোয়াড়দের কিছু করার থাকেনা।আমরা আমাদের কাজ টুকু ভালো ভাবে চালিয়ে যেতে পারি।প্রস্তুতি নিয়ে খেলাধুলায় উন্নতি করার চেষ্টা করতে পারি।ফের দেশের হয়ে নামলে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ‍্য থাকবে আমাদের।আশা রাখছি এআইএফএফ দ্রুত এই সমস্যার সমাধান বের করবে।”

এমনটা যে হতে চলেছে , সেই আশঙ্কা আগেই তৈরী হয়েছিল, সেই সময় সতীর্থদের সুনীল বিষয়টি নিয়ে কোনও ভাবনা চিন্তা করতে বারণ করেছিলেন।কারণ বিষয়টি’র উপর কোনও রকম নিয়ন্ত্রণ নেই তাদের হাতে।

আগামী ২৪ এবং ২৭ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ভিয়েতনামের বিরুদ্ধে দুটো প্রীতি ম‍্যাচ খেলার কথা ভারতের ফুটবল দলের।কিন্তু নির্বাসনের জেরে এই দুই ম‍্যাচ আয়োজন ঘিরে প্রশ্নচিহ্ন তৈরী হয়েছে।