Sunil Chhetri : বেঙ্গালুরু এফসির জার্সিতে এবার অভিনব রেকর্ড ছেত্রীর

Lozenge Mashi sunil chhetri

ভারতীয় ফুটবলের ক্ষেত্রে অন্যতম একটি নাম সুনীল ছেত্রী (Sunil Chhetri)। জাতীয় দলের পাশাপাশি ক্লাব ফুটবলের ক্ষেত্রে ও অন্যতম গুরুত্বপূর্ণ স্থান গ্ৰহন করে আছেন এই ফুটবলার। এখনো পর্যন্ত ভারতীয় দলের পক্ষে এখনো পর্যন্ত ফিফা বিশ্বকাপ খেলা সম্ভব না হলেও গোল পার্থক্যের নিরিখে রোনাল্ডো-মেসির সাথে প্রথম সারিতেই আসেন ছেত্রী। বিশেষ করে ক্লাব ফুটবলের ক্ষেত্রে কলকাতা ময়দানের দুই প্রধান তথা মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পাশাপাশি জিন্দালের বেঙ্গালুরু এফসিতেও (Bengaluru FC) যথেষ্ট সফল থেকেছেন এই ফুটবলার।

Advertisements

আই লিগের পাশাপাশি ইন্ডিয়ান সুপার লিগে ও সেরা খেলোয়াড় থেকেছেন তিনি। এবার তার বর্তমান দল বেঙ্গালুরু এফসির জার্সিতে নয়া রেকর্ড করলেন দেশের এগারো নম্বর জার্সি ধারী এই তারকা। 

আজ কান্তিরাভা স্টেডিয়ামে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে খেলছে বেঙ্গালুরু এফসি। এখানেই ক্লাব ফুটবলে দেড়শো তম ম্যাচ খেলে ফেললেন সুনীল ছেত্রী। যা সহজেই নজর কাড়ছে সকলের। উল্লেখ্য, দেশের এই তারকা ফুটবলারের হাত ধরেই গত বছর একাধিক ট্রফি জিতেছে ব্লু টাইগার্স। ত্রিদেশীয় টুর্নামেন্ট থেকে শুরু করে পরবর্তীতে ইন্টারকন্টিনেন্টাল কাপ হোক কিংবা বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ। সব ক্ষেত্রেই দাপট থেকেছে এই তারকার। বল পায়ে গোল করার পাশাপাশি বেশকিছু অ্যাসিস্ট ও ছিল ছেত্রীর। ভারতীয় দলের এই সাফল্যের দরুন এবারের এশিয়ান কাপ টুর্নামেন্ট নিয়ে বহু স্বপ্ন দেখেছিল সকলে। 

Advertisements

তবে দলের আশানুরূপ পারফরম্যান্স না থাকলেও মাঠে নেমে নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন ভারতীয় দলের এই অধিনায়ক। পাশাপাশি এবারের আইএসএলে ও তার দল অনেকটা পিছিয়ে থাকলেও প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে চাইছে গতবারের আইএসএলের ফাইনালিস্টরা।