Reliance Development League: ফের অমিমাংসিত মোহন-ইস্ট ডার্বি, লাল কার্ড দেখলেন সুমিত রাঠি

ফের ড্র। আজ নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) ফিরতি ডার্বিতে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান (East Bengal FC vs. Mohun Bagan AC)।

East Bengal FC vs. Mohun Bagan AC match in Reliance Development League

ফের ড্র। আজ নৈহাটি স্টেডিয়ামে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের (Reliance Development League) ফিরতি ডার্বিতে মুখোমুখি হয়েছিল কলকাতার দুই প্রধান (East Bengal FC vs. Mohun Bagan AC)। প্রথমার্ধে পেনাল্টি থেকে দীপ সাহার গোলে এগিয়ে যায় ইমামি ইস্টবেঙ্গল শিবির। তবে দ্বিতীয়ার্ধেই তা শোধ করেন সবুজ-মেরুনের তারকা ফুটবলার ফারদিন আলি। যারফলে নির্ধারিত সময়ের পরিপ্রেক্ষিতে খেলার ফলাফল থাকে ১-১ গোল। এরফলে গত ২৩ তারিখের মতো আজও অমীমাংসিত থাকে খেলার ফলাফল।

আজ ম্যাচের শুরু থেকেই যথেষ্ট আত্মবিশ্বাসী থেকেছে দুই শিবির। একদিকে যেমন প্রথম থেকেই গোলের খিদে দেখা দিয়েছিল লাল-হলুদ তারকা দীপ সাহা আর মহিতোষ রায়ের মধ্যে। অন্যদিকে আজও গোলকরার অভ্যেস বজায় রাখার জেদ ছিল ফারদিন আলি ও রিকি সাবংদের মধ্যে। সেইমতো যথেষ্ট আক্রমণাত্মক মেজাজে ধরা দেয় দুই শিবির। তবে প্রথমার্ধের ৪১ মিনিটের মাথায় নিজেদের গোল বক্সে লাল-হলুদ ফুটবলার কে ফাউল করে সবুজ-মেরুন ডিফেন্ডাররা।

যারফলে পেনাল্টি পায় ইস্টবেঙ্গল। সেখান থেকেই গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে দেন দীপ সাহা। যারফলে প্রথমার্ধে ১ গোলে এগিয়ে থাকে বিনো জর্জের ছেলেরা। তবে দ্বিতীয়ার্ধে ৭৯ মিনিটের মাথায় গোল করে দলকে সমতায় ফেরান সবুজ-মেরুন তারকা ফারদিন আলি। যারফলে নির্ধারিত সময়ের শেষে খেলার ফলাফল থাকে ১-১ গোল।

Advertisements

পরিসংখ্যান অনুযায়ী রিলায়েন্স ডেভলপমেন্ট লিগের পরবর্তী রাউন্ডে আগেই স্থান করে নিয়েছিল কলকাতার এই দুই প্রধান। তবে ডার্বি সর্বদাই এক আলাদা গুরুত্ব পায় ফুটবলপ্রেমীদের কাছে। সেজন্য আজ নিজেদের সেরাটা উজাড় করে দিতে মরিয়া ছিল কলকাতার দুই প্রধান। তবে এবারও অমীমাংসিত থাকল ডার্বি।