গত কয়েক মরসুম ধরেই কলকাতা ময়দানের সঙ্গে যুক্ত রয়েছেন সুমিত রাঠি (Sumit Rathi)। মাঝে তাঁর দল ছাড়ার বিষয়ে বহু জল্পনা কল্পনা তৈরি হলেও শেষ পর্যন্ত নিজের প্রিয় ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এই ভারতীয় ডিফেন্ডার। কিন্তু সময়ের সঙ্গে বয়স বাড়লেও নিজের প্রত্যাশা মতো সুযোগ পাননি দলের মধ্যে। যা নিঃসন্দেহে হতাশ করেছিল এই ফুটবলারকে। বলাবাহুল্য, দলের জার্সিতে মাঠে নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার লক্ষ্য থাকে প্রত্যেক ফুটবলারের। তবে সবসময় সেটা সঠিকভাবে পাওয়া সম্ভব হয়না প্রত্যেক ফুটবলারের পক্ষে।
যারফলে অনিচ্ছা সত্ত্বেও দল বদল করতে হয় অনেককে। মূলত অধিক ম্যাচ টাইম পাওয়ার জন্য আন্তর্জাতিক ফুটবলে দল বদলের এমন উদাহরণ প্রচুর রয়েছে। মাঠে নামার জন্য বড় ক্লাব ছাড়ার মতো কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে বহু খেলোয়াড়কে। এবার হয়তো সেই পথেই হাঁটছেন সবুজ-মেরুন ফুটবলার সুমিত রাঠি। শেষ কয়েকটি সিজনে তাঁর দল ছাড়ার জল্পনা ব্যাপকভাবে উঠে আসলেও সেটা বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে প্রিয় দলের জার্সিতে মাঠে নেমে নিজের জাত চেনানোর পরিকল্পনা থাকলেও খুব একটা সুযোগ পাননি উত্তর প্রদেশের এই ফুটবলার।
Also Read | FC Goa: যোগ্য দল হিসেবে জামশেদপুর ম্যাচ জিতেছে, জানিয়ে দিলেন মানোলো
সেই সমস্ত কিছু মাথায় রেখেই এবার সম্ভবত কলকাতা ময়দানের এই প্রধান ছাড়তে চলেছেন সুমিত। কিন্তু কোথায় যোগ দিতে পারেন এই তারকা ? বিভিন্ন মাধ্যম সূত্রে খবর, দীর্ঘমেয়াদি চুক্তিতে তাঁকে দলে টানতে পারে জুয়ান পেদ্রো বেনালির নর্থইস্ট ইউনাইটেড। হ্যাঁ ঠিকই শুনেছেন। সেক্ষেত্রে আগের তুলনায় আরও শক্তিশালী হয়ে উঠবে বেনালির দলের রিজার্ভ বেঞ্চ। একটা ফেডারেশনের যুব দল থেকে ইন্ডিয়ান অ্যারোজে যোগদান করেছিলেন এই ফুটবলার। সেখান থেকেই পরবর্তীতে এটিকে বা এটিকে মোহনবাগানে যোগদান। বর্তমানে যেটি মোহনবাগান সুপার জায়ান্ট।
হিসাব অনুযায়ী দেখলে এই মরসুমে সবুজ-মেরুন জার্সিতে মাত্র একটি ম্যাচ খেলেছেন সুমিত। সেটাও আবার মরসুমের শুরুতে ডুরান্ড কাপে। এমন পরিস্থিতিতে নিজেকে আদৌ কতটা মেলে ধরতে পারেন এই ডিফেন্ডার এখন সেটাই দেখার।