দেশের অন্যতম সেরা উঠতি ফুটবলার হিসেবে এখনও বিবেচিত হয় তার নাম। এবারের ট্রান্সফার উইন্ডো খোলার পর আলোচনা শুরু হয়েছিল সুমিত রাঠিকে (Sumit Rathi) কেন্দ্র করে। অন্যতম সেরা প্রতিভা, অথচ খুব বেশি মাঠে দেখা যায় না তাকে। এখনও কি বাগানেই থাকা উচিৎ সুমিতের? এই প্রশ্ন একাধিকবার উঠেছে ইতিমধ্যে। বুধবার পাওয়া গেল অনেক প্রশ্নের উত্তর।
সূচি অনুযায়ী কলকাতা ফুটবল লীগের মোহন বাগান সুপার জায়ান্টের ম্যাচে। বিগত কিছু সময়ে মোহনবাগানকে ঐতিহ্যবাহী এই ঘরোয়া টুর্নামেন্টে দল নামাতে দেখা যায়নি। এবার সিদ্ধান্ত বদল করেছিল সবুজ মেরুন টিম ম্যানেজমেন্ট। পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচ দিয়ে কলকাতা লীগ অভিযান শুরু করছে মোহনবাগান। ম্যাচের আগে প্রথা মতো প্রকাশ্যে এসেছে টিম লিস্ট।
কলকাতা ফুটবল লীগের অন্যতম হেভিওয়েট দল নামাচ্ছে মোহন বাগান সুপার জায়ান্ট। প্রথম একাদশ সহ রিজার্ভ বেঞ্চে যারা রয়েছেন তাদের অনেকেই ইতিমধ্যে খেলেছেন সিনিয়র পর্যায়ের ফুটবল। হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ। কলকাতা লীগে এবার কোনো বিদেশি নেই। সবুজ মেরুন একাদশও একেবারেই ভারতীয়।
Your Starting XI to kick-off the season!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/NTGtWDOu5T
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) July 5, 2023
পাঠচক্রের বিরুদ্ধে ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়া হয়েছে সুমিত রাঠিকে। টিমের এই সিদ্ধান্তে নিশ্চয় খুব বেশি কেউ অখুশি হবেন না। ইন্ডিয়ান অ্যারোজে খেলার পর থেকে কলকাতায় রয়েছেন সুমিত। এটিকে, এটিকে মোহন বাগান হয়ে মোহন বাগান সুপার জায়ান্ট, পুরো যাত্রাপথের সাক্ষী থেকেছেন তিনি। যখন যেমন সুযোগ পেয়েছেন খেলেছেন। উত্তর প্রদেশের সুদর্শন এই ডিফেন্ডারের প্রতি আস্থা রেখেছেন ম্যানেজমেন্ট। আস্থা রাখা হয়েছে সুমিতের প্রতিভার ওপর।