Sumeet Passi: পাসি কি ওলটাচ্ছেন খেলার পাশা?

সুমিত পাসির (Sumeet Passi) জোড়া গোল। ভিলেন থেকে সরাসরি হিরো। এরই নাম ফুটবল। খেলা চলবে। এটিকে মোহন বাগানের বিরুদ্ধে বড় ম্যাচে সেই অর্থে দাগ কাটতে…

Sumeet Passi brace for Emami East Bengal

সুমিত পাসির (Sumeet Passi) জোড়া গোল। ভিলেন থেকে সরাসরি হিরো। এরই নাম ফুটবল। খেলা চলবে।
এটিকে মোহন বাগানের বিরুদ্ধে বড় ম্যাচে সেই অর্থে দাগ কাটতে পারেনি ইমামি ইস্টবেঙ্গল। একটি মাত্র গোলে হয়েছিল ম্যাচের ফয়সালা। তাও আবার আত্মঘাতী। সুমিত পাসির গায়ে লেগে বল জালে জড়িয়েছিল। বড় ম্যাচে এমন ঘটনায় কিছুটা মুষড়ে পড়েছিলেন লাল হলুদ সমর্থকদের একাংশ।

প্রস্তুতি পর্ব এবং ডার্বির আগের ডুরান্ড কাপে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সুমিত। এক সময় ভারতীয় ফুটবল আঙিনায় সাড়া ফেলে দিয়েছিলেন তিনি। তাঁর উইং বরাবর দৌড় নজর কেড়েছিল ফুটবল প্রেমীরা। এখন তিনি অভিজ্ঞ ফুটবলার। দলের ক্যাপ্টেন আর্ম ব্যান্ড উঠেছে তাঁর হাতে। তাই প্রত্যাশাও একটু বেশি।

Advertisements

ইমামি ইস্টবেঙ্গল কোচ স্টিফেন কনস্টানটাইনের পছন্দের ফুটবলার এই সুমিত। শোনা গিয়েছিল, তাঁর পছন্দ মতো সুমিতকে দলে নিয়েছিল টিম ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গল সমর্থকরাও সুমিতের থেকে ভালো কিছু আশা করেন। ডার্বি এবং তার আগের ম্যাচগুলোর পারফরম্যান্স ছিল হতাশজনক। অনেকেই কোচ এবং ফুটবলার, উভয়েরই সমালোচনা করেছিলেন। শেষ পর্যন্ত মাঠে জবাব দিলেন সুমিত। মুম্বই সিটি ফুটবল ক্লাবের মতো হেভিওয়েট দলের বিরুদ্ধে করলেন জোড়া গোল।