East Bengal: ক্লেইটন-এলিয়ান্দ্র জুটিতে লুটি!

দলের মধ্যে বোঝাপড়া আরও একটু পোক্ত হতেই বদলে গেল খেলা। গত কয়েক ম্যাচে একটিও গোল না পাওয়া ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) করল চারটি গোল। জোড়া…

Cleitin Silva and Eliandro duo may fruitful for Emami East Bengal

দলের মধ্যে বোঝাপড়া আরও একটু পোক্ত হতেই বদলে গেল খেলা। গত কয়েক ম্যাচে একটিও গোল না পাওয়া ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) করল চারটি গোল।

জোড়া গোল করেছেন ক্লেইটন সিলভা। ইন্ডিয়ান সুপার লিগে পরীক্ষিত এই ফুটবলারকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের প্রত্যাশা অনেকটাই বেশি। বস্তুত আক্রমণভাগে তিনিই সমর্থকদের অনেকের মূল ভরসা। মুম্বই সিটি ফুটবল ক্লাবের বিরুদ্ধে জোড়া গোল করে সমর্থকদের আস্থা বজায় রাখলেন ক্লেইটন।

ইস্টবেঙ্গল আক্রমণভাগের দুই বিদেশি – ক্লেইটন সিলভা ও এলিয়ান্দ্রর খেলার ধরণ ভিন্ন। ক্লেইটন গোলের সামনে তুলনামূলক বেশি আগ্রাসী। আর এলিয়ান্দ্র কিছুটা রক্ষণশীল মানসিকতার। প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণভাগে বল সরবরাহ করতে দক্ষ। পাসিং ও শারীরিক গঠন ভালো। এই দুই ব্রাজিলিয়ান ফুটবলারের যুগলবন্দি আগামী দিনে মশালের তেজ আরও বাড়াতে পারে বলে আশা করা যেতে বলে বলে অনেকের ধারণা।

বল দখল বা পাসিং ছাড়াও গোল করতে পারেন এলিয়ান্দ্র। পেশাদার ক্লাব ফুটবলে প্রচুর দলে খেলেছেন। এক সময় গোলও করেছেন উল্লেখযোগ্য সংখ্যায়। পরে স্কোরিং রেট কমেছে। ফুটবল বায়োডাটা যে নজরকাড়া এমনটা বলা যায় না। তবে এখনও পর্যন্ত যে ফুটবল খেলেছেন তাতে ভালো কিছুর আশা করা যেতে পারে। স্কোয়াডের বাকিদের সঙ্গে বোঝাপড়া আরও উন্নত হলে খেলাও হয়তো আরও খুলবে।