বেডরুমে ঘনিষ্ট সময় কাটাচ্ছেন রিঙ্কু ও শাহরুখ কন্যা? তোলপাড় নেট দুনিয়া

সম্প্রতি ভারতের ক্রিকেটের উজ্জ্বল তারকা রিঙ্কু সিং (Rinku Singh) ও শাহরুখ খানের কন্যা সুহানা খান (Suhana Khan) একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ আলোচনায় এসেছেন।…

suhana-khan-rinku-singh-relationship-ai-generated-fake-photos-viral

সম্প্রতি ভারতের ক্রিকেটের উজ্জ্বল তারকা রিঙ্কু সিং (Rinku Singh) ও শাহরুখ খানের কন্যা সুহানা খান (Suhana Khan) একে অপরের সঙ্গে সম্পর্ক নিয়ে বেশ আলোচনায় এসেছেন। বিশেষত কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২৪ শিরোপা জয়ের পর তাদের সম্পর্ক নিয়ে গুজব ছড়ায়। যদিও দুজনই এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে রিঙ্কু সিং এবং সুহানা খানের কিছু নতুন ছবি ভাইরাল হয়েছে, যা নতুন করে আলোচনার সৃষ্টি করেছে।

ভাইরাল হওয়া ছবিগুলিতে রিঙ্কু সিং (Rinku Singh) ও সুহানা খান (Suhana Khan) একসঙ্গে ব্যক্তিগত মুহূর্ত কাটাচ্ছেন । ছবিগুলি দেখে মনে হচ্ছে তারা বেডরুমে একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছেন। তবে এগুলো ভুল ধারণা, কারণ এসব ছবিগুলি বাস্তব নয়, বরং এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) দ্বারা তৈরি করা হয়েছে।

   

আজকাল সোশ্যাল মিডিয়াতে এআই ছবির প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। একের পর এক সেলিব্রিটির এ ধরনের ভুয়া ছবি ভাইরাল হচ্ছে। অনেক ফ্যান পেজ বিভিন্ন সেলিব্রিটির মুখাবয়ব ব্যবহার করে ছবি তৈরি করে। এ গুলিকে পুরোপুরি বাস্তবের মতো দেখায়। রিঙ্কু সিং ও সুহানা খানও এই ধরনের ভুয়া ছবি থেকে মুক্ত নন। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

A post shared by Riya Biswas (@riyabiswas2641)

এর আগে ভারতীয় ক্রিকেট তারকা মহম্মদ শামি ও সানিয়া মির্জা, হার্দিক পান্ডিয়া এবং অনন্যা পান্ডে, শিখর ধাওয়ান এবং হুমা কুরেশি সহ অনেক তারকারও নকল ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সেলিব্রিটিদের পরিচিতি ও জনপ্রিয়তার কারণে তাদের ছবি সহজেই এআই দ্বারা তৈরি করে প্রকাশ করা হচ্ছে। এই সমস্থ ছবি অনেক সময় তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কিত গুজবের জন্ম দেয়।

রিঙ্কু সিং (Rinku Singh) ও সুহানা খান (Suhana Khan) এই মুহূর্তে নিজেদের ক্যারিয়ার নিয়ে বেশ মনোযোগী। রিঙ্কু সিং বর্তমানে ইংল্যান্ডের বিরুদ্ধে টি টুয়েন্টি সিরিজ খেলছেন। অন্যদিকে সুহানা খান বলিউডের যাত্রা শুরু করেছেন। শাহরুখ কন্যা সুহানা দ্যা আর্চিস ছবির মাধ্যেমে অভিনয়ে হাতে খড়ি হয়েছিল। সুহানার আসন্ন ছবি কিং । ছবির পরিচালনার দায়িত্বে রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। ছবিতে সুহানা তার বাবা শাহরুখের সঙ্গে স্ক্রিন শেয়ার করেবেন।