Mohun Bagan vs East Bengal: গোল করলেন সুহেল, নজর কাড়তে পারলেন না ডেভিড

Suhail Bhat scored goal in Mohun Bagan vs East Bengal match

ইস্টবেঙ্গলের বিজয় রথ থামাতে পারল না মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan vs East Bengal)। শনিবার কলকাতা ফুটবল লিগের ম্যাচে মোহনবাগানকে ২-১ গোলে হারাল ইস্টবেঙ্গল। মোহনবাগানের রক্ষণের ভুলে জয় তুলে নিল লাল হলুদ ব্রিগেড। শেষ মুহূর্তে বাগানের পক্ষে সান্ত্বনা সূচক গোলটি করেন সুহেল আহমেদ ভাট (Suhail Bhat)।

Advertisements

Mohun Bagan vs East Bengal: ১৩ জুলাই মোহনবাগানকে আবার হারাল ইস্টবেঙ্গল

কলকাতা ফুটবল লিগে ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। আগের ম্যাচগুলো থেকেও পুরো পয়েন্ট নিশ্চিত করেছিল পয়েন্ট। অন্য দিকে ফর্মের খোঁজে মোহনবাগান সুপার জায়ান্ট। এদিনের ম্যাচে ফেভারিট হিসেবে শুরু করেছিল মশাল বাহিনী। উঠতি ফুটবলারদের পাশাপাশি হীরা মন্ডল, দেবজিৎ মজুমদার, মনোতোষ চাকলাদার, ভিপি সুহেরকে মাঠে নামিয়েছিল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের মনোভাব ছিল স্পষ্ট, মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে পয়েন্ট অর্জন।

Advertisements

গত মরসুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে নজরকাড়া ডেভিডকেও মাঠে নামিয়েছিল ইস্টবেঙ্গল। ডেভিড ছিলেন প্রথম একাদশে। তবে লাল হলুদের হয়ে প্রথম ম্যাচ খেলতে নেমে প্রত্যাশা পূরণ করতে পারলেন না তিনি। জয় নিশ্চিত করার জন্য ডেভিডকে তুলে মাঠে নামানো হয় জেসিন টিকে-কে।

ISL-এ ‘চ্যাম্পিয়ন’ কোচ ও ফুটবলার কম্বিনেশন, মরসুমের আগে হুঙ্কার

ডেভিডের পাশাপাশি বাংলার ফুটবল প্রেমীদের নজরে ছিলেন আরও এক ফুটবলার, তিনি সুহেল আহমেদ ভাট। দলকে জেতাতে না পারলেও গোল করেছেন। ডান প্রান্ত থেকে ভেসে আসা ক্রসে শরীর ছুঁড়ে দিয়ে গোল করেন সুহেল। দাগ কাটলেন বড় ম্যাচে।