গোলরক্ষক সমস্যায় পড়তে পারে ইমামি-ইস্টবেঙ্গল (Emami East bengal )। একজন সিনিয়র গোলরক্ষকের খোঁজে রয়েছে ক্লাব। শুভাশীষ রায় চৌধুরীকে নিয়ে জল্পনা জারি রয়েছে।
মনে করা হয়েছিল লাল-হলুদ জার্সিতে নিশ্চিত হতে চলেছেন শুভাশীষ রায় চৌধুরী। কিন্তু তাঁর কেরিয়ার নিয়ে এখন ধোঁয়াশা তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, ফিটনেস সমস্যা রয়েছে তাঁর। মেডিক্যাল পরীক্ষায় শুভাশীষ খুব একটা ভালো ফল করতে পারেননি বলে জানা যাচ্ছে।
অভিজ্ঞ গোলরক্ষক বলতে ইমামি-ইস্টবেঙ্গল স্কোয়াডে আপাতত রয়েছেন পবন কুমার। ভালো দল গঠন করার জন্য ভালো মানের অন্তত আরও একজন গোলকিপার দলের প্রয়োজন। কোনও কারণে শুভাশীষ রায় চৌধুরী যদি দলে নিশ্চিত না হন, তাহলে তাঁর জায়গায় ক্লাবের ভাবনায় কে রয়েছেন এখন সেটাই প্রশ্ন।
এর আগে ইস্টবেঙ্গলের হয়ে তিন দফায় খেলেছিলেন এই বাঙালি গোলরক্ষক। পেশাদার ফুটবল কেরিয়ারের শুরুই হয়েছিল ইস্টবেঙ্গলের হাত ধরে। লাল হলুদ ছাড়াও তিনি খেলেছেন ভারতের একাধিক ক্লাবে। মোহনবাগানে না খেললেও, মাঠে নেমেছিলেন অ্যাথেলেটিকো ডি কলকাতার হয়ে।