ঢাকা আবাহনীর (Dhaka Abahani) বিরুদ্ধে দাপটের সঙ্গে খেলে জিতল মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। তেল খাওয়া মেশিনের মতো ছুটল পালতোলা নৌকা। ৩-১ গোল জিতেছে বাগান। দ্রুত লয়ের খেলা দেখতে ভালো লাগলেও চোখে পড়ল কিছু ফাঁক-ফোঁকর। সবুজ মেরুন শিবিরে দীর্ঘ দিন ধরে রয়েছেন শুভাশিস বসু। প্রীতম কোটালকে বিদায় জানানোর পর এখন তার আগে অধিনায়কের আর্ম ব্যান্ড। আবাহনীর বিরুদ্ধে মোহন বাগান সুপার জায়ান্ট যখন দ্রুত গতির ফুটবল খেলছিল, তখন কিছুটা বেমানান দেখিয়েছে শুভাশিসকে।
এক সময় মনে হয়েছিল প্রীতম কোটালের মতো শুভাশিসকেও এবার বিদায় জানাবে মোহনবাগান। শেষ পর্যন্ত তাকে দল বদল করতে হয়নি। আকাশ মিশ্রকে দলে নেওয়ার জন্য চেষ্টা করেছিল বাগান। সফল হয়নি প্রচেষ্টা। প্রথম একাদশে রয়ে গিয়েছেন শুভাশিস। সুপার জায়ান্ট কেন আকাশকে দলে নিতে চেয়েছিল সেটার আভাস হয়তো পাওয়া গিয়েছে এদিনের ম্যাচে।
খাতায় কলমে এবারের সবুজ মেরুন ব্রিগেড মূলত আক্রমণ নির্ভর। গতবার কোনো স্ট্রাইকার ছিল না দলে। এবার জেসন কামিন্স, দিমি পেত্রতস, আর্মন্দ সাদিকুরা রয়েছেন। প্রয়োজন অনুযায়ী কাজে লাগানো যাবে লিস্টন কোলাসো, মনভির সিং, আশিক কুরুনিয়ানদের। রিজার্ভ দলেও একাধিক দাবিদার রয়েছেন। আক্রমণ গড়ার ক্ষেত্রে দুই উইংয়ের ভূমিকা অপরিসীম।
THROUGH TO THE AFC CUP GROUP STAGE!#MBSG #JoyMohunBagan #আমরাসবুজমেরুন pic.twitter.com/bvQZTn8wPO
— Mohun Bagan Super Giant (@mohunbagansg) August 22, 2023
আধুনিক ফুটবলে উইং ব্যাক পজিশনের ফুটবলারদের ওভার ল্যাপে উঠে আসতে হয় বারংবার। সেই কাজটাই এদিন হয়তো ঠিকঠাক করতে পারেননি শুভাশিস। যার ফলে মোহন বাগান সুপার জায়ান্টের আক্রমণ সীমাবদ্ধ থেকেছে কয়েকজন ফুটবলারের মুভমেন্টের ওপর। অন্য যুক্তিও থাকতে পারে।
এমনটাও হতে পারে যে কোচের তেমন নির্দেশ হয়তো তার কাছে ছিল না। বিরতির পর বাগানের আক্রমণের চাপে গুটিয়ে গিয়েছিল ঢাকা আবাহনী। মুহুর্মুহু আক্রমণ শানিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। আশা করা হয়েছিল আরও একটু সপ্রতিভ দেখাবে শুভাশিস বসুকে।