ইন্ডিয়ান সুপার লিগে (ISL) মোহনবাগান সুপার জায়ান্টের (Mohun Bagan SG) অপ্রতিরোধ্য গতি বজায় রেখেছে। শেষ দশ ম্যাচের মধ্যে আট ম্যাচে জয়, এক ম্যাচে ড্র এবং পরাজিত হয়েছে বাগান ব্রিগেড। বর্তমানে ১৪ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন শিবির। এরই মধ্যে আসন্ন ম্যাচে তাদের প্রতিপক্ষ কলকাতা ময়দানের চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল (East Bengal FC)। যদিও সূচি অনুযায়ী ১১ জানুয়ারি বছরের প্রথম কলকাতা ডার্বি (Kolkata Derby) নিয়ে রয়েছে অনিশ্চিয়তা। তবে কলকাতা ডার্বি ম্যাচের আগে প্রকাশ্যে এল অধিনায়ক শুভাশীষ বোসের (Subhasish Bose) সঙ্গে বাগান শিবিরের চুক্তি বিষয়ক তথ্য।
লাল-হলুদ জার্সিতে খেলবেন সন্তোষ ট্রফি জয়ী দলের এই সদস্য!
বছরের শেষের আগে ২৬ ডিসেম্বর শুভাশীষদের প্রতিপক্ষ ছিল পাঞ্জাব এফসি। সেই ম্যাচে দিল্লির জহরলাল নেহেরু স্টেডিয়ামে ১-৩ গোলে জিতে বছর শেষ করেছিল মোলিনার ছাত্ররা। এরপর বছরের শুরুতেই নিজাম শহরের হায়দরাবাদ এফসিকে নিজেদের ঘরের মাঠে ৩-০ গোলে পরাজিত করে মেরিনার্সরা। যার ফলে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে গতবারের লিগ শিল্ড চ্যাম্পিয়নরা। তবে আসন্ন কলকাতা ডার্বি ম্যাচের ভবিষ্যৎ কি হবে? সে বিষয়ে সকলেরই অজানা। কিন্তু এই মুহূর্তে পয়েন্ট টেবিলে তরতরিয়ে এগিয়ে চলেছে পালতোলা নৌকা।
নর্থইস্টের বিরুদ্ধে ড্র করে এই বিষয়ে ভাবাচ্ছে চেরনিশভকে
কলকাতা ডার্বি ম্যাচের আগেই সামনে এল শুভাশীষের সঙ্গে ক্লাবের চুক্তি বিষয়ক নতুন তথ্য। তাঁর সঙ্গে বাগান শিবিরের দীর্ঘমেয়াদী চুক্তির বিষয়ে আলোচনা শুরু হয়েছিল গত বছরের নভেম্বর থেকেই। গত মরশুম এমনকি চলতি মরশুমেও শুভাশীষ বোসের পারফরম্যন্স ছিল অত্যন্ত প্রশংসনীয়, এবং তাঁর নেতৃত্বে দল বিভিন্ন প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বিশেষত আইএসএলে গত মরশুমে শিল্ড জয় এবং ডুরান্ড কাপে রানার্স আপ হওয়া।
বেঙ্গালুরু ম্যাচের আগে কী বললেন খালিদ জামিল?
শুভাশীষ বোসের মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে চায় মোহনবাগান। ক্লাবের কর্মকর্তারা বিশ্বাস করেন, বোসের উপস্থিতি দলকে আরো শক্তিশালী করবে এবং নতুন খেলোয়াড়দের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। বোসের নেতৃত্বে ক্লাবটি মাঠে এবং মাঠের বাইরেও একাধিক গুরুত্বপূর্ণ মুহূর্তে সফলতা লাভ করেছে। তাই জানা যাচ্ছে শুভাশীষ বোস মোহনবাগানের সাথে একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছেন। এই চুক্তি অনুযায়ী ২০২৭ সাল পর্যন্ত ক্লাবের সঙ্গে তিনি যুক্ত থাকবেন।
BREAKING :
🟢🔴 Club captain, Subhashis Bose has signed a new deal with Mohun Bagan which will keep him at the club atleast till the end of 2027 season
—@MBFT89 pic.twitter.com/K1BL4eAtQH
— Mohun Bagan Hub (@MohunBaganHub) January 4, 2025