East Bengal: ‘ATK’ ওঠার পর থেকে মোহনবাগানকে বারবার হারিয়েছে মশালবাহিনী!

ট্রফি জয়ের দারুণ সুযোগ এসে গিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে। এসে গিয়েছে বললে ভুল হবে, সুযোগকে কাছে টেনে এনেছে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে জয়…

East Bengal

ট্রফি জয়ের দারুণ সুযোগ এসে গিয়েছে ইস্টবেঙ্গলের (East Bengal) সামনে। এসে গিয়েছে বললে ভুল হবে, সুযোগকে কাছে টেনে এনেছে ইস্টবেঙ্গল। জামশেদপুর এফসির বিরুদ্ধে ম্যাচে জয় হাসিল করলেই উত্তেজনা আরো বাড়বে। মশালধারীরা তখন ট্রফি জয়ের আরও কাছে পৌঁছে যাবে। তার আগে কিছু পরিসংখ্যান ইস্টবেঙ্গল সমর্থকদের মনোবল আরও বাড়িয়ে দিচ্ছে।

বড় ম্যাচে নিতে কলিঙ্গ সুপার কাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ইস্টবেঙ্গল। ডার্বি জয় মানে স্নায়ুর লড়াইয়ে জয় পাওয়া। যে দলের নার্ভ শক্ত থাকবে মাঠে তাদের জয়ের সম্ভাবনা অনেকটা বেড়ে যায় বলে মনে করেন ফুটবল অভিজ্ঞদের অনেকে। মোহন বাগান সুপার জায়ান্টের মতঅবস্থায় দলকে হারিয়ে নিজেদের কঠিন মানসিকতার পরিচয় দিয়েছেন ইস্টবেঙ্গল ফুটবলাররা। সেই সঙ্গে কোচ Carles Cuadrat-এর প্রশংসা আলাদা করে করতেই হয়।

বিগত কয়েক বছরের খরা কাটিয়ে ক্লাবে ফিরবে গৌরব, আশায় বুক বাঁধছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে জনপ্রিয় পেয়েছে কিছু পরিসংখ্যান। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী মোহন বাগানের আগে থেকে এটিকে উঠে যাওয়ার পর থেকে ডার্বিতে বেড়েছে ইস্টবেঙ্গলের আধিপত্য।

  • রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগ: ইস্টবেঙ্গল ১-০ মোহন বাগান সুপার জায়ান্ট
  • ডুরান্ড কাপ: ইস্টবেঙ্গল ১-০ মোহন বাগান সুপার জায়ান্ট
  • ডুরান্ড কাপ: ইস্টবেঙ্গল ০-১ মোহন বাগান সুপার জায়ান্ট
  • কলকাতা ফুটবল লীগ: ইস্টবেঙ্গল ৩-০ মোহন বাগান সুপার জায়ান্ট
  • ইয়ুথ লীগ: ইস্টবেঙ্গল ৪-০ মোহন বাগান সুপার জায়ান্ট
  • সুপার কাপ: ইস্টবেঙ্গল ৩-১ মোহন বাগান সুপার জায়ান্ট