HomeSports NewsATK Mohun Bagan : বাগানে নিশ্চিত তারকা বাঙালি ফুটবলার

ATK Mohun Bagan : বাগানে নিশ্চিত তারকা বাঙালি ফুটবলার

- Advertisement -

আরও একটা সই সংবাদ দিল এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। আগামী মরশুমের জন্য দলে নিশ্চিত তারকা বাঙালি ফুটবলার। বৃহস্পতিবার সকালে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে এই খবর।

আগামী মরশুমের জন্যও এটিকে মোহনবাগানে থাকছেন শুভাশীষ বসু। অনেক আগেই অবশ্য এটা অনুমান করা গিয়েছিল। দল বদলের বাজারে একাধিক ফুটবলারকে রিলিজ করেছে বাগান। যাদের করা হচ্ছে না, তাদের মধ্যে অন্যতম শুভাশীষ।

   

গত মরশুমে শুভাশীষ কেমন খেলেছেন, সে ব্যাপারে একটি পরিসংখ্যান দিয়েছে এটিকে মোহন বাগান। ক্লাবের পক্ষ থেকে দেওয়া তথ্য অনুযায়ী, ২০২১-২২ মরশুমে ২২ টি ম্যাচ খেলেছিলেন তিনি। করেছিলেন ৯৪ টি ট্যাকেল। বিপক্ষের পা থেকে সফলভাবে বল কেড়ে নিয়েছিলেন ৫৮ টি ক্ষেত্রে। নিখুঁত পাসিং ৭৪ শতাংশ।

বসুর আগে কার্ল ম্যাকহিউকেও এটিকে মোহন বাগান নিশ্চিত করেছে। দুজনেই ধারাবাহিকভাবে সবুজ মেরুন জার্সিতে খেলেছেন। রক্ষণ ও মাঝমাঠের মধ্যে সংযোগ রক্ষার কাজে পরিশ্রম করেছেন। কার্ল ও শুভাশীষ, দুজনের নিশ্চিত হওয়া তাই বিস্ময়কর নয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular