ইতিহাসের পাতায় রিষড়ার উল্লেখ পাওয়া যায় বারবার। শিল্প হোক কিংবা খেলাধুলা, রিষড়া থেকেছে আলোচনা। হুগলি জেলার এই অঞ্চল থেকে এক সময় উঠে এসেছিলেন সুধীর কর্মকার, শিশির ঘোষের মতো কিংবদন্তি ফুটবলার।
Sumit Rathi: ৬ বছর কলকাতায় থেকেও কলকাতার চাপ সামলাতে পারলেন না সুমিত
রিষড়ায় ফুটবলের চল এখনও রয়েছে। উঠতি প্রজন্ম এখনও বল পায়ে দৌড়োয় মাঠে। তেমনই এক তরুণ সুযোগ পেয়ে গিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগের ক্লাবে। না, শুভম ভট্টাচার্য (Subham Bhattacharya) কলকাতার কোনও ক্লাবে যোগ দেননি। তিনি যুক্ত হয়েছে আইএসএল-এর অন্যতম দল ওডিশা এফসিতে।
জানা গিয়েছে, শুভম ভট্টাচার্য প্র্যাকটিস করতেন রিষড়ার লেনিন মাঠে। সেখান থেকে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ। যুব পর্যায়ে দীর্ঘ কয়েক বছর খেলেছেন শুভম। তারপর এখন সুযোগ পেয়েছেন দেশের সেরা ফুটবল লিগ খেলার। শুভমের ফুটবলের প্রতি আগ্রহ পরিবার সূত্রে। তাঁর বাবা ফুটবল খেলতেন। ছেলেও ফুটবল পাগল। বাবার দেখানো পথে বল পায়ে দৌড়।
ফেরত দিতে হবে না মাইনে? হাইকোর্টে শিক্ষকদের জয়ে মুখ পুড়লো শিক্ষা দফতরের!
We’ve 𝙨𝙪𝙗𝙝𝙖𝙢𝙚𝙙 up our defense! Welcome, Subham. 🔥💜#OdishaFC #AmaTeamAmaGame #KalingaWarriors pic.twitter.com/xKFpn1fXoK
— Odisha FC (@OdishaFC) July 25, 2024
শুভম রক্ষণভাগের ফুটবলার। তাঁকে দলে নিয়ে নিজেদের ডিফেন্স মজবুত করে নিয়েছে ওডিশা এফসি। কলিঙ্গ ওয়ারিয়র্স রিলায়েন্স ফাউন্ডেশন ইয়ং চ্যাম্পস থেকে ১৭ বছর বয়সী ডিফেন্ডার শুভম ভট্টাচার্যকে সই করানোর কথা ঘোষণা করেছে। শুভম আরএফ ডেভেলপমেন্ট লিগে ১০টি ম্যাচ খেলেছেন এবং একবার গোল করেছেন। মূলত সেন্টার-ব্যাক হলেও দুই ম্যাচে লেফট ও রাইট ব্যাক হিসেবেও তিনি খেলেছেন।