Monday, December 8, 2025
HomeSports Newsভারতীয় ফুটবলে এবার লা-লিগায় খেলা ‘আয়রনম্যান’ স্ট্রাইকার!

ভারতীয় ফুটবলে এবার লা-লিগায় খেলা ‘আয়রনম্যান’ স্ট্রাইকার!

- Advertisement -

বিরাট চমক দিল আই লীগের দল Gokulam Kerala Fc। La Liga সহ স্পেনের একাধিক নামকরা ক্লাবে খেলা স্ট্রাইকারের সঙ্গে চূড়ান্ত কথা পাকা করে নিয়েছে দক্ষিণ ভারতের এই ফুটবল ক্লাব। আয়রন ম্যানের একটি ভিডিও পোস্ট করে সমর্থকদের মধ্যে বাড়িয়ে দেওয়া হয়েছে কৌতূহল। সেই সঙ্গে ভিডিওর ক্যাপশনে দেওয়া একটি নাম – Álex Sánchez। ভারতীয় ক্লাবের সঙ্গে এক বছরের জন্য চুক্তি করেছেন তিনি।

   

এবারের ট্রান্সফার উইন্ডোতে চমকের পর চমক। Gokulam Kerala Fc বড় কোনো সইয়ের কথা জানতে পারে এমনটা আগে অনুমান করা গিয়েছিল। গতবার আই লীগ জিততে পারেনি তারা। আসন্ন মরসুমের আগে নিজেদের তাই গুছিয়ে নিচ্ছে কেরালার এই ক্লাব। আক্রমণভাগে Álex Sánchez- কে যুক্ত করে ক্ষমতা বৃদ্ধি করে নিল Gokulam Kerala Fc। তার নাম প্রকাশের ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট হওয়ার পর থেকে গোকুলাম সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা গিয়েছে। ভিডিও পোস্ট হওয়ার মিনিটখানেকের মধ্যে কমেন্ট বিভাগে অনেকেই করতে শুরু করেছেন মন্তব্য।

অ্যালেক্স স্যান্সজের পুরো নাম Alejandro Sánchez López। বয়স এখন ৩৪ বছর। বলা বাহুল্য কেরিয়ারের সেরা সময়টা অনেক আগে পিছনে ফেলে এসেছেন তিনি। সম্প্রতি সময়ে খেলেছেন স্পেনের লোয়ার ডিভিশনের ক্লাবে। তবে গোলের মধ্যেই তিনি রয়েছেন। ছিপছিপে চেহারার এই স্প্যানিশ স্ট্রাইকার তার সম্প্রতিতম ক্লাবের হয়ে ৪৬ ম্যাচে করেছেন ২৩ গোল। Segunda División RFEF – Group 3 এর ক্লাব SD Ejea-তে খেলেছেন সম্প্রতি সময়ে। সিনিয়র ফুটবল কেরিয়ারে, নিজের সেরা সময় লোপেজ যুক্ত ছিলেন জারাগোজা, অসাসুনার মতো স্পেনের নামকরা ক্লাবের সঙ্গে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular