Mohun Bagan: কোন ছকে ওডিশা বধের কথা ভাবছে বাগান-বাহিনী? জানুন

আজ, বুধবার বিকেলে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে শক্তিশালী ওডিশা এফসির ( Odisha FC) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে চিন্তায় সকলেই। উল্লেখ্য, গত…

Mohun Bagan vs. Hyderabad FC

আজ, বুধবার বিকেলে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামে শক্তিশালী ওডিশা এফসির ( Odisha FC) মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। যা নিয়ে চিন্তায় সকলেই। উল্লেখ্য, গত কয়েকদিন আগেই সার্জিও লোবেরার এই ফুটবল দলের কাছেই পরাজিত হতে হয়েছিল হুয়ান ফেরেন্দোর ছেলেদের। যার দরুণ ছিটকে যেতে হয়েছিল এএফসি কাপ থেকে।

Advertisements

আরও পড়ুন:  Juan Ferrando: ম্যাচের আগে অজুহাত দিয়ে রাখলেন বাগান কোচ!

   

একটা সময় যেই ফুটবল দলকে নিয়ে চিন্তা ছিল সকলের, এক ম্যাচ বাকি থাকতেই কিনা টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছে তাদের যা এখনো ভাবতে পারছেন না অনেকে। আবারও সেই দলের মুখোমুখি হচ্ছে মোহনবাগান। এক কথায় বলতে গেলে এটি যেন বদলার লড়াই তাদের সকলের কাছে। বাগান কোচ হুয়ান ফেরেন্দো মুখে কোনো কিছু না বললেও মরিসিওদের বিপক্ষে জয় তুলে নিতে মরিয়া শুভাশিসরা।

আরও পড়ুন: Anwar Ali: আগামী সপ্তাহে দলে ফিরছেন আনোয়ার? সামনে এল নয়া তথ্য  

সেইমতো কয়েকদিন ধরে অনুশীলন করিয়েছেন গোটা দলকে। উল্লেখ্য, গত ম্যাচে হায়দরাবাদ দলের বিপক্ষে সহজ জয় আসলেও গোলের মুখ খুলতে সময় লেগে গিয়েছিল প্রায় ৮৬ মিনিট। তাই এবার আক্রমণভাগ নিয়ে যথেষ্ট ভাবতে হচ্ছে বাগানের হেডস্যারকে। তাই ওডিশা ম্যাচ নিয়ে যথেষ্ট চিন্তা থাকছে সকলের। তবে চোটের কারনে গত কয়েক ম্যাচে মনবীর সিং ও দিমিত্রি পেট্রাতোসকে না পাওয়া গেলেও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন দিমিত্রি। অন্যদিকে, চোট সারিয়ে পুরোদমে অনুশীলন করেছেন মনবীর। সব ঠিক থাকলে আজ প্রথম একাদশে দেখা যেতে পারে তাদের। তবে আদৌ সেই অজি তারকা সম্পূর্ণ ম্যাচ ফিট কিনা সেটাও দেখার রয়েছে।

Advertisements

আরও পড়ুন:  Mohun Bagan SG: মোহনবাগান সমর্থকদের আরও একটি ইচ্ছা পূরণ হতে পারে 

তবে আজ কেমন একাদশ সাজাতে পারে সবুজ-মেরুন? যতদূর সম্ভব আজও গোলে দেখা যেতে পারে তরুণ তারকা বিশাল কাইথকে।অন্যদিকে, দলের রক্ষনভাগে থাকতে পারেন অধিনায়ক শুভাশিস বসু, হেক্টর ইউৎসে, হ্যামিল ও আশিষ রাই। মাঝমাঠের দায়িত্বে থাকতে পারেন অনিরুদ্ধ থাপা, হুগো বুমোস ও সাহাল আব্দুল সামাদকে। পাশাপাশি উইংয়ের তেজ বাড়িয়ে আজ ফিরতে পারেন মনবীর সিং। তাকে সঙ্গ দিতে দেখা যেতে পারে লিস্টন কোলাসোকে। এছাড়াও ফরোয়ার্ড লাইনে ঝড় তোলার জন্য থাকতে পারেন অজি তারকা জেসন কামিন্স।