ডায়মন্ড ম্যাচের আগে আত্মবিশ্বাসী খালিদের নয়া উত্তরসূরি স্টিভেন

ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) গ্রুপ পর্বে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। এরই মধ্যে জাতীয় দলে কোচিংয়ের দায়িত্ব নেওয়ায় সরে…

Steven Dias Confident as Jamshedpur FC Prepare for Durand Cup 2025 Quarterfinal against Diamond Harbour FC

ডুরান্ড কাপ ২০২৫ (Durand Cup 2025) গ্রুপ পর্বে অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে উঠেছে জামশেদপুর এফসি (Jamshedpur FC)। এরই মধ্যে জাতীয় দলে কোচিংয়ের দায়িত্ব নেওয়ায় সরে দাঁড়িয়েছেন খালিদ জামিল। তার পরিবর্তে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন স্টিভেন ডায়াস (Steven Dias)। তবুও দলের প্রস্তুতি নিয়ে আত্মবিশ্বাসী। তিনি কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগেই জানিয়েছেন, ডায়মন্ড হারবারের (Diamond Harbour FC) বিপক্ষে লড়াইয়ের জন্য প্রস্তুত তারা।

স্টিভেন ডায়াস বলেন, “সহকারী কোচ থেকে প্রধান কোচ হওয়ার মধ্যে কাজের ধরনে খুব বেশি পার্থক্য নেই। হ্যাঁ, দায়িত্ব বেড়েছে, কিন্তু কমিটমেন্ট তো আগেই ছিল। আমি আমার সেরাটা দিতে প্রস্তুত। ছেলেরা ভালো ট্রেনিং করছে, সবাই জানে কী বড় ম্যাচ সামনে। ডায়মন্ড হারবার ভালো দল, কিন্তু আমরাও প্রস্তুত।”

   

অভিজ্ঞ ফুটবলার ও কোচ খালিদ জামিলের সঙ্গে দীর্ঘদিন একসঙ্গে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাচ্ছেন ডায়াস। তিনি বলেন, “খালিদ ভাইয়ের সঙ্গে আমি Air India ও Mahindra তে খেলেছি। এমনকি ওনার অধীনেও খেলেছি। ওনার কাজের প্রতি নিষ্ঠা, নেতৃত্বগুণ অসাধারণ। ফুটবল ছাড়া ও আর কিছু ভাবেন না। আমি ওনার থেকে অনেক শিখেছি, আর এখন সেটা প্রয়োগ করার চেষ্টা করছি।”

দলের অনুপ্রেরণার অন্যতম বড় উৎস হিসেবে ডায়াস দেখছেন জামশেদপুর এফসির সমর্থকদের। সেই প্রসঙ্গে বলেন, “আমি সবসময় বিশ্বাস করি, ফুটবল সমর্থক ছাড়া কিছুই না। আমাদের শেষ তিনটি ম্যাচে আমরা জিতেছি, কারণ গ্যালারিতে সমর্থকদের উল্লাসে খেলোয়াড়রা অনুপ্রাণিত হয়েছে। কোয়ার্টার ফাইনালেও আমি অনুরোধ করব, সমর্থকরা যেন আবার মাঠ ভর্তি করে। আমরা আমাদের সেরাটা দেব, এবং আমি নিশ্চিত তারা খেলা উপভোগ করবেন।”

Advertisements

জামশেদপুর এফসি গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতে দুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে। এখন তাদের লক্ষ্য, এই ছন্দ ধরে রেখে টুর্নামেন্টে আরও এগিয়ে যাওয়া। ডায়াসের নেতৃত্বে দলের মধ্যে একটি আত্মবিশ্বাসের আবহ তৈরি হয়েছে, যেখানে শুধু ট্যাকটিক্স নয়, বিশ্বাস এবং ঐক্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

দলের তরফে জানা গেছে, কোয়ার্টার ফাইনালের আগে সবাই ফিট। স্ট্র্যাটেজি নিয়ে বাড়তি কিছু না বললেও ডায়াস বুঝিয়ে দিয়েছেন, মাঠে নিজেদের সেরাটা দেওয়ার জন্য সবদিক থেকে প্রস্তুত জামশেদপুর এফসি। দর্শকদের ভালো খেলা উপহার দেওয়ার লক্ষ্য নিয়েই মাঠে নামবে জামশেদপুর। আর স্টিভেন ডায়াসের মতে, “এই ম্যাচ আমাদের জন্য শুধু আরেকটা ম্যাচ নয়, এটা আমাদের জন্য সুযোগ, নিজেদের প্রমাণ করার।”