Stephen Mendoza: পরপর ৫ ম্যাচে গোল নেই, শেষ হচ্ছে মেন্ডোজা ম্যাজিক!

Steven Mendoza

মনে আছে সেই স্টিফেন মেন্ডোজার (Stephen Mendoza) কথা? ইন্ডিয়ান সুপার লিগে অভিষেকের পর সাড়া ফেলে দিয়েছিলেন কলম্বিয়ার এই ফুটবলার। এখন তাঁর পায়ে গোল নেই। অবনমনের আশঙ্কায় ধুঁকছে দল।

Advertisements

বর্তমানে ব্রাজিলের ফুটবল ক্লাব সিয়েরাতে রয়েছেন স্টিফেন মেন্ডোজা। পরিসংখ্যান অনুযায়ী একেবারেই তিনি নিজের সেরা ফর্মে ধারেকাছে নেই। বেশিরভাগ ম্যাচে গোল পাননি। শেষ পাঁচটি খেলাতেও গোল শূন্য। প্রতিপক্ষের গোল লক্ষ্য করে নিয়েছেন দু-তিনটি করে শট। শেষ পাঁচ ম্যাচে একটি অ্যাসিস্ট অবশ্য করেছেন।

২০১৪ সালে ভারতে এসেছিলেন স্টিফেন মেন্ডোজা। তখন তাঁর বয়স অনেকটা কম। এখন ৩০। চেন্নাইয়িন ফুটবল ক্লাবের হয়ে মাঠে নেমেই তাক লাগিয়ে দিয়েছিলেন। তাঁর দৌড় এবং গোল করার দক্ষতা দেখে মুগ্ধ হয়েছিলেন ফুটবল প্রেমীরা। ২০১৫ সালে লোনে যোগ দিয়েছিলেন চেন্নাইয়িনে। ১৬ ম্যাচে করেছিলেন ১৩ গোল। এরপর বদলেছেন একাধিক ক্লাব। বেশিরভাগ ক্লাবে গিয়েছিলেন লোনে। ২০১৮-২১ পর্যন্ত ছিলেন ফরাসি ক্লাব আমিনসে। ২০১৯ সালে কলম্বিয়ার জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন মেন্ডোজা।

Advertisements

প্রত্যাশা মতো ওঠেনি কেরিয়ার গ্রাফ। এখন ব্রাজিলের ক্লাব সিয়েরাতে রয়েছেন। গোল পাচ্ছেন না। চল্লিশের কাছাকছি খেলে করেছেন আট গোল। ২৯ ম্যাচে ৩১ পয়েন্ট রয়েছে দলের নামের পাশে। অবনমনের আওতার খুব কাছে।