আগামী একমাস ভারতে থাকবেন স্টিফেন, আইএসএলের আরও দুই দলের নজরে কনস্ট্যানটাইন

Stephen Constantine predicts future of East Bengal Football Club

এবারের হিরো ইন্ডিয়ান সুপার লিগে পয়েন্ট টেবিলের তলানিতে থেকে অভিযান শেষ করেছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। যা দেশে হতাশ সকলেই। তার সুপার কাপ শুরু হওয়ার আগেই দলের লগ্নিকারী সংস্থার সঙ্গে আলোচনা করে স্টিফেন কনস্ট্যানটাইনকে (Stephen Constantine) নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলে ইমামি ইস্টবেঙ্গল। জানানো হয় সুপার কাপের পরেই দল থেকে ছেঁটে ফেলা হবে এই ব্রিটিশ কোচ কে। যদিও এখনো পর্যন্ত লাল-হলুদের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে তেমন কিছু না জানানো হলেও একথা বর্তমানে সকলের ই জানা।

এবারের আইএসএল মরশুমে ইস্টবেঙ্গল কে মোট ৬টি ম্যাচ জিতিয়েছেন এই ব্রিটিশ কোচ। পাশাপাশি তিন ম্যাচ অপরাজিত থেকে সুপার কাপ থেকে বিদায় নিয়েছে লাল-হলুদ। প্রত্যেকটি ম্যাচের প্রথমার্ধে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে গোল হজম করার দরুন পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয়েছে ক্লেটনদের। এভাবেই স্টিফেন জামানার অবসান ঘটে লাল-হলুদে। তবে এখনি ফিরে যাচ্ছেন না তিনি। শোনা যাচ্ছে, আগামী একমাস ভারতেই থাকবেন স্টিফেন কনস্ট্যানটাইন। ইস্টবেঙ্গলের তরফ থেকে পারিশ্রমিক মিটিয়ে নিয়ে অন্যান্য ক্লাব গুলির তরফ থেকে আসা অফার গুলি খতিয়ে দেখেই সিদ্ধান্ত নেবেন তিনি।

   

বিশেষ সূত্র মারফত খবর, আগামী মরশুমের জন্য নাকি আইএসএলের একাধিক ক্লাবের অফার রয়েছে তার কাছে। যাদের মধ্যে রয়েছে ওডিশা এফসি, নর্থইস্ট ইউনাইটেড ও চেন্নাইয়ন এফসি। তাদের মধ্যে এই ব্রিটিশ কোচ কে নেওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে ওডিশা এফসি। শোনা গিয়েছে, তার সাথে কথাবার্তা ও নাকি শুরু করে দিয়েছে ওডিশা ম্যানেজমেন্ট।

যদিও তাদের প্রথম পছন্দ সিচুয়ান এফসির বর্তমান কোচ সার্জিও লোবেরা। তাকে না পেলে লাল-হলুদের এই কোচ কেই নিতে চায় তারা। অন্যদিকে নর্থইস্ট ইউনাইটেডের হয়ে সুপার কাপের অন্তর্বর্তীকালীন দায়িত্ব সামলাচ্ছেন ফ্রয়েড পিন্টো তবে মরশুমের শেষে স্টিফেন কে দলে নিতে আগ্ৰহী তারা। আবার চেন্নাই ও তাদের বর্তমান কোচ কে বাদ দিয়ে এই ব্রিটিশ কে দলে টানতে আগ্ৰহী। তাই নিয়মিত এই কোচ কে রাডারে রাখছে তাদের ম্যানেজমেন্ট।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন