East Bengal: লিগ শুরু হওয়ার আগেই পদত্যাগপত্র দিলেন ইস্টবেঙ্গল কোচ

আগামী ২৬ এপ্রিল জাতীয় মহিলা লিগের প্রথম ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে গোকুলাম কেরালা এফসির বিপক্ষে।

East Bengal Football Club supporters showing their passion and love for the team

আগামী ২৬ এপ্রিল জাতীয় মহিলা লিগের প্রথম ম্যাচ খেলবে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। যেখানে প্রথম ম্যাচেই তাদের মুখোমুখি হতে হবে গোকুলাম কেরালা এফসির বিপক্ষে। তার আগেই এবার তাল কাটল লাল-হলুদের অন্দরে। টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই এবার মহিলা দলের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন কোচ সুজাতা কর। যা শুনে রীতি হতবাক লাল-হলুদের

সেইমতো গত বুধবার রাতেই নাকি পদত্যাগ পত্র ইস্টবেঙ্গল ক্লাবে পাঠিয়ে দিয়েছেন ময়দানের এই জনপ্রিয় কোচ। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত নিতে হল এই কোচ কে? সেই নিয়ে এখনো কোনো কিছু বিস্তারিত ভাবে না জানানো হলেও, মনে করা হচ্ছে কোনো অভিমানের জন্য ই এমন সিদ্ধান্ত নিয়েছেন সুজাতা। তবে সেই পত্র গ্রহণ করা হয়নি ইস্টবেঙ্গল ক্লাবের তরফে। বরং তার সাথে যোগাযোগ করা হয় কতৃপক্ষের তরফে। শোনা গিয়েছে, আজ বিকেলেই তার সঙ্গে আলোচনা বসতে চলেছে ক্লাব। সেখানে তার সমস্যা গুলি শুনে সমাধানের পথ খোঁজার কাজেই এগোতে পারে দল।

বলাবাহুল্য, এবারের এই মরশুমে কোচ সুজাতা করের হাত ধরেই অপরাজিত থেকে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন হয়েছে ইমামি ইস্টবেঙ্গল ক্লাব। তার হাত ধরেই এবার জাতীয় লিগ জয়ের স্বপ্ন দেখছে লাল-হলুদ শিবির। তার আগে এমন ঘটনায় দলে যে প্রভাব পড়বে তা বলাই চলে। তবে আজ ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠকের পরে কি সিদ্ধান্ত উঠে আসে, এখন সেটাই দেখার।