Stephen Constantine: ইস্টবেঙ্গলের চুক্তিপত্র সই করে পাঠালেন কনস্ট‍্যানটাইন

Stephen Constantine

আসন্ন মরশুমে ইস্টবেঙ্গলের নতুন বিদেশি কোচ হিসেবে স্টিফেন কনস্ট‍্যানটাইনের (Stephen Constantine) নাম নিশ্চিত হলো বলা চলে। সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের তরফে যে চুক্তিপত্র পাঠানো হয়েছিল এই বিদেশি কোচ’কে তা তিনি সই করে পাঠিয়ে দেন ক্লাবে।

Advertisements

এখনও অবধি ইমামি’র সাথে চুক্তিপত্রের সই করার কাজ মেটেনি ইস্টবেঙ্গলের, তাই ভারতের প্রাক্তন জাতীয় দলের কোচের নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারছে না লাল হলুদ ব্রিগেড।

   
Advertisements

এবার আইএসএল এবং অন‍্যান‍্য টুর্নামেন্ট গুলো’তে কনস্ট‍্যানটাইন ইস্টবেঙ্গলের দায়িত্ব সামলাবেন, তবে আসন্ন কলকাতা লিগ এবং ডুরান্ড কাপে দলের দায়িত্ব সামলাবেন বিনু জর্জ।তার কোচিংয়ে গতবার কেরালা সন্তোষ ট্রফি জিতেছিলো।আইএসএলে স্টিফেন কনস্ট‍্যানটাইনের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে বিনু’কে।