জামশেদপুর এফসি ম্যাচের আগে ইস্টবেঙ্গল এফসি (East Bengal FC) অধিনায়ক সৌভিক চক্রবর্তী দলের অনুশীলনে যোগ দিয়েছেন।অনিকেত যাদব চোটমুক্ত হয়ে স্কোয়াডে যোগ দেওয়ায় রবিবারের ম্যাচের আগে কিছুটা স্বস্তিতে লাল হলুদ শিবির।
তবে ইস্টবেঙ্গল অধিনায়ক সৌভিক চক্রবর্তী প্র্যাকট্রিস সেশনে যোগ দিলেও ইস্পাত নগরীতে উড়ে যাবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।কেননা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রায় আড়াই সপ্তাহ বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌভিক। সুস্থ হলেও শারীরিক দুর্বলতা রয়েই যায় ডেঙ্গুতে আক্রান্ত ব্যক্তির।তাই খুব সম্ভবত জামশেদপুর ম্যাচে ইস্টবেঙ্গল অধিনায়ককে পাবে না তার দল।তবে ডিসেম্বর মাসের শুরুতে ৯ তারিখ ইস্টবেঙ্গলের খেলা রয়েছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে, হায়দরাবাদের মাটিতে।সবকিছু ঠিকঠাক থাকলে ওই ম্যাচে খেলার সম্ভাবনা রয়েছে সৌভিক চক্রবর্তীর।
অন্যদিকে,যা খবর পাওয়া যাচ্ছে তাতে করে অনিকেত যাদব চোটমুক্ত হয়ে ফিরে আসায় লাল হলুদ হেডকোচ স্টিফেন কনস্টাটাইনের স্ট্র্যাটেজি গোছাতে কিছুটা সুবিধা হতে পারে।অনিকেত প্রথম এগারোতে ঠাই না পেলেও পরিবর্ত খেলোয়াড় হিসেবে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে দেখা যেতে পারে।