আবার ফিরে আসুক স্টিফেন কনস্টান্টাইন (Stephen Constantine)। চাইছেন ভারতীয় ফুটবল প্রেমীদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় ভারতের প্রাক্তন কোচকে ফুটবল উৎসাহীদের প্রশ্ন, ‘স্যার, আপনি কি আবার আসবেন?’
ট্রান্সফার উইন্ডো খোলার আগে থেকে দল গোছানোর কাজে নেমে পড়ে ক্লাবগুলো। খেলোয়াড় সই করানোর পাশাপাশি কোচ নিয়োগের ব্যাপারেও পারদ চড়ে ফুটবল মহলে। ইন্ডিয়ান সুপার লিগের আসন্ন মরশুমের আগে কোচ নিয়োগ সংক্রান্ত জল্পনাও ময়দানে রয়েছে। কারণ একাধিক ক্লাবকে প্রশিক্ষক নিয়োগ করতে হবে। ইতিমধ্যে বেশ কয়েকজন কোচের নাম শোনা গিয়েছে। যারা ইতিমধ্যে ভারতীয় ফুটবল আঙিনায় প্রতিষ্ঠিত এবং জনপ্রিয়। স্টিফেন কনস্টান্টাইন অন্যতম।
Yes.. https://t.co/K5jAS6dbpl
— StephenConstantine (@StephenConstan) May 29, 2022
সামাজিক মাধ্যমে ভারতের জাতীয় দলের প্রাক্তন কোচ বেশ সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন তিনি। এক ফুটবল প্রেমী প্রশ্ন করেছিলেন, ‘কোচ, চেন্নাইয়ান ফুটবল ক্লাব কি আপনার ইন্টারভিউ নিয়েছিল?’ উত্তর স্টিফেন বলেছেন, ইয়েস। ‘ হ্যাঁ ‘।
যদিও কবে তাঁকে ইন্টারভিউ নেওয়া হয়েছিল সে ব্যাপারে স্পষ্ট উত্তর পাওয়া যায়নি। তবে ভারতীয় ফুটবলে স্টিফেন কনস্টান্টাইনের গুরুত্ব যে এখনও রয়েছে তা বলাই বাহুল্য। বিশেষত ইগোর স্টিম্যচের কোচিংয়ে ভারতের ধারাবাহিক খারাপ পারফরম্যান্সের পর থেকে। জর্ডনের বিরুদ্ধেও ২-০ গোলে হেরে গিয়েছে ভারত।