একটা সময় অবধি চেন্নাইয়িন এফসি’র কোচের পদে তার আসাকে কেন্দ্র করে তৈরী হয়েছিল বিরাট জল্পনা। এমনকি একটি সাক্ষাৎকারে কনস্ট্যানটাইন (Stephen Constantine) নিজেই স্বীকার করেছিলেন তিনি চেন্নাইয়িনের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন।
এরপর ইস্টবেঙ্গলের সাথে নাম জড়ায় এই ব্রিটিশ কোচের।ক্লাবের ইনভেস্টর ইমামির’ও তাকে পছন্দ থাকায় তার কোচের পদে আসা নিয়ে আর কোনও প্রশ্ন ওঠার জায়গা ছিলো না।ইতিমধ্যে কনস্ট্যানটাইন’কে চুক্তিপত্র পাঠিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।তার কোচ হয়ে আসাটা এখন খালি সময়ের অপেক্ষা।
সম্প্রতি একটি মজার ট্যুইটে জবাব দিয়ে ইস্টবেঙ্গলের কোচের পদে আসার জল্পনা’টাকে আরো দৃঢ় করে তুলেছেন কনস্ট্যানটাইন।ট্যুইটে ব্রিটেন থেকে আটলান্টিক মহাসাগর এবং ভারত মহাসাগর দিয়ে একটি লাল দাগ টেনে ভারতে জুড়ে দেওয়া হয়েছে।ইস্টবেঙ্গলের আগামী মরশুমের কোচের কাছে জানতে চাওয়া হয় এই ধরেই কি ভারতে মাটিতে পা রাখতে চলেছেন তিনি।জবাবে হাসির ইমোজি দিয়ে প্রাক্তন ভারতীয় দলের জাতীয় কোচ লেখেন তার’ই জন্য নিজেকে তৈরী করছে সে।
🤣🤣🤣🤣 I'm building myself up https://t.co/UZrqib7Xm8
— StephenConstantine (@StephenConstan) July 23, 2022
এর আগে তিনি দুই দফায় ভারতের জাতীয় দলকে কোচিং করিয়েছেন তিনি।ভারতের ফুটবল এবং ফুটবলার’দের দেখেছেন খুব কাছের থেকে।জানা যাচ্ছে মোট তিনজন কোচ ক্লাবের পছন্দের তালিকায় ছিলো, কিন্তু শেষ অবধি বাছাই করে নেওয়া হয় অভিজ্ঞ স্টিফেন’কে।শোনা যাচ্ছে খুব শীঘ্রই দলের পছন্দের বিদেশি ফুটবলার বাছাই করার কাজ শুরু করবেন স্টিফেন ।