Mohun Bagan: কবে থেকে মিলবে মোহনবাগানের সেমিফাইনালের টিকিট?

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। মাঝে কিছুটা ধাক্কা খেতে হলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে দল। শেষ পর্যন্ত এই ফুটবল টুর্নামেন্টের…

mohun bagan practice

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে অনবদ্য ছন্দে রয়েছে মোহনবাগান (Mohun Bagan) সুপারজায়ান্টস। মাঝে কিছুটা ধাক্কা খেতে হলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে দল। শেষ পর্যন্ত এই ফুটবল টুর্নামেন্টের প্রতিটি দলকে হারিয়ে লিগশিল্ড চ্যাম্পিয়ন হয় বাগান ব্রিগেড। সেই সুবাদেই আগামী বছর এএফসি চ্যাম্পিয়নস লিগে নামবে মোহনবাগান।

Advertisements

তবে এখনই আনন্দে আত্মহারা হতে চান না দলের ফুটবলাররা। গতবারের মতো এবারও আইএসএল চ্যাম্পিয়ন হয়ে সেলিব্রেশনে করতে চান সকলে। সেইমতো বিশেষ প্রস্তুতি শুরু করে দিয়েছে দলের ফুটবলাররা। আগামী ২৩ এপ্রিল এই ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালের প্রথম লেগ খেলতে নামবে শুভাশিসরা।

   

এখন সেই দিকেই তাকিয়ে সকলে। পূর্বে অনুষ্ঠিত হবে আরো বেশ কয়েকটি ম্যাচ। ‌ সেখান থেকে জয়ী দলের সাথেই লড়াই করবে বাগান ব্রিগেড। তারপর দ্বিতীয় লেগের ম্যাচ। যেটি অনুষ্ঠিত হবে ২৮ এপ্রিল। নিজেদের ঘরের মাঠ যুবভারতী ক্রীড়াঙ্গনে। এখন থেকেই সেই ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু করে দিয়েছে ম্যানেজমেন্ট। জানা গিয়েছে, গত মুম্বাই ম্যাচের মতই এই ম্যাচেও ভরা গ্যালারিতেই খেলতে চায় ময়দানের এই প্রধান। তাই আগের থেকেও আরো অনেক বেশি টিকিট ছাড়ার কথা শোনা গিয়েছে তাদের তরফ থেকে।

বৃহস্পতিবার থেকেই অনলাইনে ছাড়া হয়েছে এই হোম ম্যাচের টিকিট। সময় যত এগোচ্ছে ঝড়ের গতিতে বিক্রি হচ্ছে মোহনবাগানের ম্যাচের টিকিট। উল্লেখ্য, আগামী ২৩শে এপ্রিল থেকে ছাড়া হবে মোহনবাগানের অফলাইন টিকিট। যেটি পাওয়া যাবে ক্লাব তাঁবুর পাশাপাশি যুবভারতী ক্রীড়াঙ্গনের চার নম্বর বক্স অফিস থেকে। শুধুমাত্র টিকিট সংগ্রহ নয়, টিকিট রিডিম ও করা যাবে সেখান থেকে। কিন্তু তার আগেই ঝড়ের গতিতে প্রায় শেষ হওয়ার পথে অনলাইন টিকিট। ‌