তারকা ভারতীয় মিডফিল্ডারকে দলে নিল ওডিশা এফসি

শেষ মরশুমটা খুব একটা ভালো যায়নি ওডিশা এফসির (Odisha FC )। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠলেও পরাজিত হতে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের কাছে। যা নিয়ে প্রচন্ড…

Bengaluru FC Bids Farewell to Rohit Kumar

শেষ মরশুমটা খুব একটা ভালো যায়নি ওডিশা এফসির (Odisha FC )। কলিঙ্গ সুপার কাপের ফাইনালে উঠলেও পরাজিত হতে হয়েছিল ইমামি ইস্টবেঙ্গলের কাছে। যা নিয়ে প্রচন্ড হতাশা ছিল সকলের মধ্যে। নিজেদের ভুলভ্রান্তি শুধরে নিয়ে আগামী মরশুমে ঘুরে দাঁড়ানোই অন্যতম লক্ষ্য জগন্নাথের রাজ্যের এই ফুটবল ক্লাবের। সেইমতো ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছিল ওডিশা ম্যানেজমেন্ট। দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার রয় কৃষ্ণাকে একটা সময় রিলিজ করে দেওয়ার কথা শোনা গেলেও তা সম্ভব হয়নি। একটা সময় শোনা গিয়েছিল, ওডিশা ছেড়ে কলকাতা শহরে ফিরতে মরিয়া ফিজির এই ম্যাজিশিয়ান।

আরও পড়ুন: Chennaiyin FC: চিমার সঙ্গে চেন্নাইয়িন আক্রমণভাগে জর্ডান গিল

   

কিন্তু শেষ পর্যন্ত নিজের ক্লাবের সঙ্গেই চুক্তি বাড়িয়ে নেন তিনি। পাশাপাশি আইএসএলের (ISL) প্লে-অফ নিশ্চিত করা সম্ভব হলেও শক্তিশালী মোহনবাগান সুপারজায়ান্টস দলের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হয়েছিল সার্জিও লোবেরার ছেলেদের। তাই স্বাভাবিকভাবেই নতুন মরশুমে দলের মধ্যে যে বেশকিছু বদল আসবে তার আঁচ মিলেছিল অনেক আগে থেকেই। এসবের মাঝেই নিজেদের নতুন ফুটবলারের নাম ঘোষণা করেছে ক্লাব। তিনি রোহিত কুমার (Rohit Kumar)। গত সিজনে শক্তিশালী বেঙ্গালুরু এফসির জার্সিতে দেখা গিয়েছিল তাকে। দশটির ও বেশি ম্যাচ খেলেছিলেন সেখানে।

rohit kumar to join odisha fc from bengaluru fc

কিন্তু গত কয়েকদিন আগেই এই ভারতীয় মিডফিল্ডারকে রিলিজ করে দেওয়ার কথা জানিয়েছিল বেঙ্গালুরু। তার ঠিক কিছুদিন পরেই গত মঙ্গলবার নিজেদের সোশ্যাল সাইট থেকে এই ফুটবলারের যোগদানের কথা ঘোষণা করে ওডিশা এফসি। সেই অনুযায়ী আসন্ন একটি সিজনের জন্য সার্জিও লোবেরার দলের জার্সিতে খেলতে দেখা যাবে এই ফুটবলারকে।