লাল-হলুদ ছেড়ে সাদা-কালো শিবিরে যোগদান এই তারকা ফুটবলারের

নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে দলের দায়িত্ব সপে দেওয়ার পর থেকেই ভোল পাল্টাতে শুরু করেছে লাল-হলুদের।

Wahengbam Angousana Joins Mohammedan SC

নতুন ফুটবল মরশুমের কথা মাথায় রেখে স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাতের হাতে দলের দায়িত্ব সপে দেওয়ার পর থেকেই ভোল পাল্টাতে শুরু করেছে লাল-হলুদের। পুরোনো সমস্ত কিছু দূরে ঠেলে এবার নতুন করে সেজে উঠেছে ইস্টবেঙ্গল দল। তবে গত মরশুমে দলের হয়ে খেলে যাওয়া নাওরেম মহেশ সিং, ক্লেটন সিলভা ও মোবাসিরের মতো ফুটবলারদের দলে রেখে দেওয়া হলেও কয়েকমাস মাস আগেই একসাথে মোট এগারো জন ফুটবলারকে রিলিজ করে দেওয়া হয় ম্যানেজমেন্টের তরফ থেকে। যাদের মধ্যে ছিলেন জার্ভিস থেকে শুরু করে জেরি ও হিমাংশু জ্যাংরার মতো ফুটবলাররা। তবে সেখানেই শেষ নয়।

গত মাসের মাঝামাঝি সময়ে এসে নিজেদের আরও দুই তারকা ফুটবলারকে ছেড়ে দেয় ইস্টবেঙ্গল। যাদের মধ্যে ছিলেন গোলরক্ষক পবন কুমার। ও মিডফিল্ডার আঙ্গুসানা। কিছুদিন আগেই আইলিগের অন্যতম শক্তিশালী দল দিল্লী এফসিতে যোগদান করেন লাল-হলুদের এই প্রাক্তন গোলরক্ষক। তবে আঙ্গুনাসার সাইনিং নিয়ে দেখা দিয়েছিল ধোঁয়াশা। অবশেষে, সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কলকাতা ময়দানের আরেক প্রধান দল তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে যুক্ত হন এই তারকা।

   

যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি মরশুমের জন্য তার সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছে সাদা-কালো ব্রিগেড। একটা সময় লাল-হলুদ ব্রিগেডের অন্যতম ভরসার মুখ ছিলেন এই তারকা ফুটবলার। কিন্তু গত কয়েক মরশুমে একেবারেই নিজের চেনা ছন্দে থাকতে পারেননি তিনি। যার ফলে তাকে দল থেকে ছেড়ে দিতে বাধ্য হয় ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

তবে এবার সাদা-কালো ব্রিগেডের হয়ে মাঠ কাপাবেন তিনি। বলাবাহুল্য, গত মরশুমে কলকাতা লিগ জিতে অভিযান শুরু করলেও আইলিগে খুব একটা ভালো পারফরম্যান্স করতে পারেনি মহামেডান দল। তবে কোচ মেহরাজউদ্দিন ওয়াডুর নেতৃত্বে চলতি কলকাতা লিগে যথেষ্ট ছন্দে রয়েছে সাদা-কালো দল। মাঝে কিবু ভিকুনার ডায়মন্ডহারবার এফসির কাছে পরাজিত হতে হলেও ফের জয়ের সরনীতে ফিরেছে রেড রোডের এই ফুটবল ক্লাব।