জামশেদপুরের এই তারকা ফুটবলারের দিকে নজর কলকাতার দুই প্রধানের

দিনকয়েক আগেই নিজেদের অফিসিয়াল সাইট নতুন কোচের নাম ঘোষণা করে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই অনুযায়ী আগামী দুই মরশুমের জন্য দলের দায়িত্ব পেয়েছেন কার্লোস কুয়াদ্রাত।

Ishan Pandita

দিনকয়েক আগেই নিজেদের অফিসিয়াল সাইট নতুন কোচের নাম ঘোষণা করে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal)। সেই অনুযায়ী আগামী দুই মরশুমের জন্য দলের দায়িত্ব পেয়েছেন কার্লোস কুয়াদ্রাত। আইএসএলের গত তিনটি মরশুম দলের জন্য খুব একটা সুখকর না হলেও এবার এই স্প্যানিশ কোচের হাত ধরেই সাফল্যের সরনীতে ফিরতে চাইছে মশাল ব্রিগেড।

সেইমতো এখন থেকেই নিজেদের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইমামি ম্যানেজমেন্ট। এক্ষেত্রে বিদেশিদেরকে দলে সংযুক্ত করার ক্ষেত্রে কোচের নির্দেশনার দিকে তাকিয়ে থাকলেও কোচের নাম ঘোষণার আগে থেকেই দেশীয় ফুটবলারদের সঙ্গে কথাবার্তা শুরু করে দিয়েছিল ইস্টবেঙ্গল।

এক্ষেত্রে নন্দকুমার শেখর থেকে শুরু করে হীরা মন্ডলের নাম উঠে আসতে থাকে একাধিকবার। তবে এবার নাকি ভারতীয় দলের অন্যতম ভরসাযোগ্য ফুটবলার ইশান পন্ডিতাকে রাডারে রাখছে লাল-হলুদ ব্রিগেড। গত ২০২১ সালে জামশেদপুর এফসির সঙ্গে চুক্তিবদ্ধ হন এই তারকা ফুটবলার। তারপর আইএসএল থেকে শুরু করে সুপার কাপে ও যথেষ্ট দাপটের সাথে খেলেন তিনি। বলতে গেলে ঋত্বিক দাসের পর বুথরয়েডের অন্যতম ভরসাযোগ্য এই তারকা ফুটবলার।

Advertisements

তবে আসন্ন মে মাসের শেষেই তার সাথে চুক্তি শেষ হচ্ছে জামশেদপুরের (Jamshedpur FC)। সেই সুযোগকে কাজে লিখিয়ে আগামী মরশুমের জন্য এবার তাকেই নিতে চায় ইমামি ইস্টবেঙ্গল। তবে লাল-হলুদের পাশাপাশি সবুজ-মেরুনেরও (ATK Mohun Bagan) নজরে রয়েছেন ইশান।

জানা গিয়েছে, বিগত কয়েক মরশুম ধরেই এটিকে মোহনবাগানের নজরে রয়েছে দেশের তরুন ফরোয়ার্ড। গতবার তাকে দলে নেওয়ার চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। এক কোটির বেশি অর্থে তাকে ছিনিয়ে নিয়েছিল জামশেদপুর এফসি। পাশাপাশি ইশান কে দলে নেবার লড়াইয়ে নেমে পড়েছে কেরালা ব্লাস্টার্স। শোনা যাচ্ছে, আগামী মরশুমের জন্য একটি বিরাট অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে তাকে দলে নিতে চায় কেরালা।