এই মুহূর্তে একাধিক বড়ো মাপের তারকা ফুটবলার আছে এটিকে মোহনবাগানে (ATK Mohun Bagan)। কিন্তু তাদের কেরিয়ার প্রায় শেষের পথে বলা যায়। এবং সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দোর কোচিংয়ে তাদের খেলাটা ভীষণ মুস্কিল হয়ে পড়েছে। এটিকে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট তাদের কেরিয়ার। নিয়ে একপ্রকার ছিনিমিনি খেলছে বলা যায়।
একদম গেম টাইম পাচ্ছে না সুমিত রাঠি।আমরা যারা সকলেই এটিকে দলের হয়ে সুমিত রাঠির খেলা দেখেছি,তারা সকলেই কিন্তু তার খেলা নিয়ে ভীষণ ওয়াকিবহাল। এটিকে তে খেলাকালীণ এমার্জিং ফুটবল প্লেয়ারের সন্মান পেয়েছিলেন সুমিত।এখন সেই সুমিত কে ব্যবহার’ই করছেন না এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো।
তাই বর্তমান ক্লাবের সাথে কথাবার্তা চালাচ্ছে সুমিত রাঠি। তিনি চান আলোচনার মাধ্যমে মিউচুয়াল’ই কন্ট্রাক্ট টার্নিমেট করতে। সুমিতকে দলে নিতে চায় এফসি গোয়া এবং ওড়িশা এফসির মতো দল গুলো।তবে সুমিতে এফসি গোয়ায় যাওয়ার সম্ভাবনা খুবই বেশি।