এবারের আইএসএল টুর্নামেন্টে কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে জয় পাওয়ার পর থেকেই একেবারে ভোল পাল্টে গিয়েছে এটিকে মোহনবাগান শিবিরের (ATK Mohun Bagan)। যারফলে পরবর্তী ডার্বি ম্যাচ থেকে শুরু করে নক আউটে ওডিশা ও সেমিফাইনালে হায়দরাবাদ সকলের বিপক্ষেই সহজ জয় তুলে নিয়েছিল দিমিত্রি-বুমোসরা। বাকি ছিল আর একটা ম্যাচ। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি। গত শনিবার তাদের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করে ট্রাইবেকারে শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েছে প্রীতম কোটালের এটিকে মোহনবাগান। বর্তমানে আনন্দে মাতোয়ারা বাগান সমর্থকরা। তবে আগামী মরশুমে হয়ত দলে থাকা হবে না এটিকে মোহনবাগানের অন্যতম ভরসাযোগ্য এই বিদেশি তারকার।
জানা গিয়েছে, দলের অন্যতম মিডফিল্ডার হুগো বুমোসকে নিয়ে নাকি খুব একটা খুশি নয় এটিকে মোহনবাগান ম্যানেজমেন্ট। যারফলে, আসন্ন সুপার কাপ পর্যন্ত সবুজ-মেরুন শিবিরে খেলার সুযোগ থাকলে ও আগামী মরশুমে প্রায় অনেকটাই অনিশ্চিত তিনি। তাই মরশুম জুড়ে ভালো পারফরম্যান্স করলে ও দল ছাড়তে হতে পারে এই তারকা ফুটবলার কে। কিন্তু কেন এই পরিস্থিতি?
আসলে সমস্যা শুরু হয় গত ফাইনাল ম্যাচ থেকে। যেখানে ম্যাচের ৮৬ মিনিটের মাথায় বুমোস কে মাঠ থেকে তুলে নেন বাগান কোচ হুয়ান ফেরেন্দো। যা কিছুতেই মেনে নিতে পারেননি দলের এই ভরসাযোগ্য মিডফিল্ডার। তারপর ম্যাচের শেষে, একটি জনপ্রিয় মাধ্যম কে দেওয়া সাক্ষাৎকারে বুমোস বলেন, আমি জানি না কিসের জন্য আমাকে তুলে নেওয়া হল। আমার মতে গোটা মরশুমের মধ্যে এই ম্যাচেই আমি সব থেকে ভালো খেলছিলাম। নিজেকে বেশ ফিট মনে হচ্ছিল। তাই কোচের এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারিনি।
তবে এখানেই থেমে না গিয়ে তিনি আরো বলেন,আমাকে তুলে নেওয়ার কয়েক মিনিট আগেই আমরা খেলার সমতা ফিরিয়ে ছিলাম। আরও আক্রমণ বাড়াতে পারলে গোলের সংখ্যা বাড়তে পারত। কিন্তু আমার বদলে একজন ডিফেন্ডার কে নামানো হল কেন সেটাই ঠিক বুঝে উঠতে পারলাম না। যা শোনা মাত্র ই ক্ষোভ দেখা গিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে। কোচের সঙ্গে সংঘাত সকলের সামনে আনায় ক্ষোভে ফুঁসতে দেখা গিয়েছে দলের কর্তাদের। যারফলে, আগামী মরশুমে অনেকটাই অনিশ্চিত এই তারকা মিডফিল্ডার। সেইসাথে দল থেকে বাদ পড়তে পারেন আরেক বিদেশি ফুটবলার।