CSK : ‘অধিনায়ক’ জাদেজা প্রসঙ্গে অবশেষে মুখ খুললেন শ্রীনিবাসন

আইপিএলের (IPL 2022) ১৫ তম মরশুমটা এখনও পর্যন্ত খুব একটা ভালো কাটেনি চেন্নাই সুপার কিংসের (CSK)। প্রথম ন’টি ম্যাচে জয় পেয়েছে তিনটিতে। মরশুমের শুরুতে দলের…

short-samachar

আইপিএলের (IPL 2022) ১৫ তম মরশুমটা এখনও পর্যন্ত খুব একটা ভালো কাটেনি চেন্নাই সুপার কিংসের (CSK)। প্রথম ন’টি ম্যাচে জয় পেয়েছে তিনটিতে। মরশুমের শুরুতে দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছিল রবীন্দ্র জাদেজার হাতে। আট ম্যাচ পরে ফের অধিনায়কত্বের ভার গ্রহণ করেন ক্যাপ্টেন কুল।

   

আর অধিনায়কত্ব হাতে নিয়েই বাজিমাত মাহির। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ থেকে সম্পূর্ণ পয়েন্ট তুলে নিয়ে বাঁচিয়ে রাখল প্লে অফে যাওয়ার আশা। সিএসকের তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘রবীন্দ্র জাদেজা নিজের খেলার উপর ফোকাস করার লক্ষ্যে অধিনায়ক পদ ছেড়ে দিয়েছেন এবং মহেন্দ্র সিং ধোনিকে আবার নেতৃত্ব নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন। ধোনি জাদেজাকে নিজের খেলার উপর ফোকাস করার সুযোগ দিতে এবং দলগত স্বার্থে আবারও সিএসকের অধিনায়কত্ব করতে রাজি হয়েছেন।’

এ বিষয়ে দলের কর্ণধার এন শ্রীনিবাসন বেশি কিছু বলতে চাননি। তিনি কেবল বলেন ‘আমি অধিনায়কের সিদ্ধান্তের পাশে আছি।’ এর আগে এমএস ধোনিও ব্যাখ্যা করেছিলেন কেন জাদেজা অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। ক্যাপ্টেন কুল বলেছিলেন, ‘গত মরশুমের শেষেই নাকি জাদেজা জানতেন যে তাঁকে অধিনায়কত্ব করতে হবে এই মরশুমে।’

ধোনি আরও বলেন, “প্রথম দুটো ম্যাচে আমি জাদেজার কাজ পর্যবেক্ষণ করেছি, সাহায্য করেছি। পরবর্তী ম্যাচগুলোতে ওকে সিদ্ধান্ত নিতে ছেড়ে দিয়েছি। আমি ওকে জোর করেছিলাম, যাতে করে নিজের সিদ্ধান্ত নিজে নেয়। আপনি তো সবটা কাউকে চামচে করে খাইয়ে দিতে পারবেন না? তাই না। যখন তুমি অধিনায়ক হবে ,অনেক কিছু প্রত্যাশা করা হবে তোমার থেকে।’

‘যার প্রভাব তোমার পারফরম্যান্সে পড়তে পারে। যা সারাক্ষণ মাথায় ঘুরতে থাকে। আমি মনে করি, অধিনায়কত্ব জাড্ডুর প্রস্তুতি এবং পারফরম্যান্সের উপর চাপ তৈরি করেছিল।’ এবং মাহি বলেন জাদেজা রানের জন্য লড়াই করেছেন কারণ তাকে অধিনায়ক হিসাবে মনোনীত করা হয়েছিল, এই মরশুমে ৯৬ বলে ১১২ রান করে পাঁচ উইকেট তুলে নিয়েছেন।