Asia Cup: পাকিস্তানের কপাল পুড়িয়ে শ্রীলঙ্কা চলে গেল ফাইনালে

Sri Lanka

শেষ রক্ষা করতে পারল না পাকিস্তান। বাবর আজমদের জন্য চলতি এশিয়া কাপের (Asia Cup) ফাইনালে ওঠার সব আশা শেষ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচ জিতে শ্রীলঙ্কা খেলবে ভারতের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ।

বৃহস্পতিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। DLS পদ্ধতিতে করা হয়েছে ম্যাচের মীমাংসা। যদিও শ্রীলঙ্কার বিরুদ্ধে একেবারেই সুবিধা জনক জায়গায় ছিল না পাকিস্তান। আগামী ১৭ সেপ্টেম্বর কলম্বোর একই ভেন্যুতে হতে চলা ফাইনালে রোহিত শর্মার ভারতের মুখোমুখি হবে দাসুন শানাকার দল।

   

ফিটনেস এবং খেলোয়াড়দের ফর্ম নিয়ে উদ্বেগের মধ্যে থাকা পাকিস্তান এদিনের ম্যাচে করেছিল মোট পাঁচটি পরিবর্তন। তাতেও অবশ্য কাজের কাজ হয়নি। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সুপার ফোর শুরু করলেও ভারত ও শ্রীলঙ্কার কাছে পর্যুদস্ত বাংলাদেশ। এশিয়া কাপের সুপার ফোর রাউন্ডে পাকিস্তানকে দুই উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪২ ওভারের ম্যাচে ২৫২ রান তুলেছিল পাকিস্তান। ডাক ওয়ার্থ লুইসের নিয়মে শ্রীলঙ্কার সামনে ২৫২ রানের টার্গেট দেওয়া হয়েছিল। আট উইকেট হারিয়ে শেষ বলে লক্ষ্য অর্জন করতে করতে সক্ষম হয় দ্বীপ রাষ্ট্রের দল। শ্রীলঙ্কার হয়ে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন কুশল মেন্ডিস (৮৭ বলে ৯১ রান)।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন