T20 World Cup: ৬ অলরাউন্ড নিয়ে বিশ্বকাপ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য অলরাউন্ডারে ঠাসা স্কোয়াড নির্বাচন করেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। বিশেষজ্ঞ বোলারদের পাশাপাশি দলে রাখা হয়েছে মোট ৬ জন অলরাউন্ডারকে। স্পিন…

sri lanka t20 world cup loaded with all rounders

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) জন্য অলরাউন্ডারে ঠাসা স্কোয়াড নির্বাচন করেছে শ্রীলঙ্কা (Sri Lanka)। বিশেষজ্ঞ বোলারদের পাশাপাশি দলে রাখা হয়েছে মোট ৬ জন অলরাউন্ডারকে। স্পিন ও পেস বোলিং অলরাউন্ডারদের দেওয়া হয়েছে বাড়তি গুরুত্ব। শ্রীলঙ্কার অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গা নিজেও একজন অলরাউন্ডারের ভূমিকায় খেলতে পারবেন।

KKR Next Match: বৃষ্টির কারণে ভেসে যাবে কলকাতার ম্যাচ? জেনে নিন আবহাওয়ার মতিগতি কেমন

   

হাসারাঙ্গা ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে হতে চলা পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেবেন। তাঁর ডেপুটি করা হয়েছে মিডল অর্ডার ব্যাটার চারিথ আসালাঙ্কাকে। অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউসের অভিজ্ঞতার ওপর ভরসা রেখেছে শ্রীলঙ্কা। ম্যাথিউস প্রায় তিন বছর জাতীয় দলের বাইরে থাকার পর জানুয়ারিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরে এসেছিলেন।

মূল দলে যারা অলরাউন্ডার

 

দলের ভারসাম্যের উপর জোর দিয়ে শ্রীলঙ্কা তাদের স্কোয়াডে একাধিক অলরাউন্ড বিকল্প বেছে নিয়েছে। দুনিথ ওয়েলালাগে, ধনঞ্জয়া ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের সঙ্গে স্পিন বোলিংয়ের অলরাউন্ডারদের মধ্যে অধিনায়ক হাসারাঙ্গা নিজেও রয়েছেন। দলে পেস বোলিংয়ের দুই নির্ভরযোগ্য বিকল্প ম্যাথিউস ও শানাকা।

East Bengal: মাঝমাঠে এই কৌশল অবলম্বন করতে পারে ইস্টবেঙ্গল

টি২০ বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কার স্কোয়াড: ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা (সহ-অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, মহেশ থিকশানা, ডুনিট ভেল্লালাজ, দুশমন্থ চামিরা, নুয়ান থুশারা, মাতেশা।

রিজার্ভ: আসিতা ফার্নান্দো, বিজয়কান্ত ভিয়াসকান্ত, ভানুকা রাজাপাকসে এবং জনিত লিয়ানাগে।

Advertisements