Sreenidi Deccan FC: হাম্মাদকে নিয়ে আশার আলো দেখছেন ফ্যাবিও

শেষ মরসুমে নবম স্থানে থেকেই আইলিগ শেষ করেছিল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব (Sreenidi Deccan FC)। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের…

Muhammad Hammad

শেষ মরসুমে নবম স্থানে থেকেই আইলিগ শেষ করেছিল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব (Sreenidi Deccan FC)। যা নিঃসন্দেহে হতাশ করেছিল সকলকে। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। নিজেদের ভুল ত্রুটি শুধরে নিয়ে এবার প্রথম তিনে থাকার পরিকল্পনা রয়েছে হায়দরাবাদের এই ফুটবল দলের। তাই ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল শ্রীনিধি। তারপর একের পর এক দাপুটে ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে শুরু করেছিল আইলিগের ক্লাব।

এক্ষেত্রে প্রতিপক্ষের ঘর ভেঙে একাধিক ফুটবলারদের দলে চূড়ান্ত করেছে ম্যানেজমেন্ট। তাঁদের নিয়েই এই নয়া সিজনে সাফল্য পাওয়ার লক্ষ্য তাঁদের। সেইমতো গত কয়েকদিন আগেই শক্তিশালী রিয়াল কাশ্মীরের দাপুটে ফুটবলার মুহাম্মাদ হাম্মাদ। একটা সময় লোনস্টার এফসি থেকে পেশাদার ফুটবলে আত্মপ্রকাশ ঘটেছিল এই ডিফেন্ডারের। পরবর্তীতে রিয়াল কাশ্মীরের পাশাপাশি জয়পুর এলিটস এবং এফসি ওয়ানের মতো ক্লাবে খেলেছিলেন তিনি। এছাড়াও আইএসএলের ফুটবল ক্লাব এফসি গোয়ার জার্সিতে ও নিজেকে মেলে ধরার চেষ্টা করেছিলেন এই ডিফেন্ডার।

   

muhammad hammad

Advertisements

তবে এবার নতুন দলের হয়ে নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ। গত বুধবার নিজের সোশ্যাল সাইটে সেই কথা জানিয়েছিলেন এই ফুটবলার। এবার তাঁকে নিয়েই আশার আলো দেখতে শুরু করেছেন শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাবের কর্মকর্তা ফ্যাবিও ফেরেইরা। তিনি বলেন, ” শ্রীনিধি ডেকান এফসিতে হাম্মাদকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। গত কয়েক মরসুম ধরে তিনি আই-লিগে ধারাবাহিক পারফর্ম করেছেন এবং আমরা বিশ্বাস করি তার অভিজ্ঞতা এই বছর আমাদের রক্ষণভাগে প্রকৃত শক্তি যোগাবে। হাম্মাদ সম্পর্কে যা উল্লেখযোগ্য তা হল খেলাটি বুঝতে পারা এবং চাপের মধ্যেও টিকে থাকার তার ক্ষমতা – মরসুমের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হবে।”

গতবার নজরকাড়া ফুটবল খেলেও খুব একটা সুবিধা করতে পারেনি শ্রীনিধি ফুটবল দল। আটকে যেতে হয়েছিল একের পর এক ম্যাচ। যারফলে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনায়াসেই পিছিয়ে পড়েছিল হায়দরাবাদের এই ফুটবল ক্লাব। এবার ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ তাঁদের কাছে।