গুজরাটের এই গোলরক্ষকের সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল শ্রীনিধি ডেকান

গত মরসুমে নবম স্থানে থেকেই আইলিগ শেষ করেছিল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে…

Sreenidi Deccan FC Extends Contract with Gujarat Goalkeeper Aryan Niraj Lamba Until 2027

গত মরসুমে নবম স্থানে থেকেই আইলিগ শেষ করেছিল শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল ম্যানেজমেন্ট। দাপুটে পারফরম্যান্সের মধ্য দিয়ে টুর্নামেন্টের চ্যাম্পিয়নশিপের দৌড়ে থাকার পরিকল্পনা থাকলেও সেটা সম্ভব হয়নি। তবে সেইসব এখন অতীত। এবারের নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর শ্রীনিধি‌। সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল হায়দরাবাদের এই ফুটবল ক্লাব। সময় এগোনোর সাথে সাথেই একের পর এক দাপুটে ফুটবলারদের দলের সঙ্গে যুক্ত করতে শুরু করেছিল আইলিগের এই দল।

Also Read | জাতীয় দলের অনুশীলনে যোগ দিলেন লাল-হলুদের তিন ফুটবলার

   

গত কয়েক মাসে আইজল এফসির ডিফেন্সিভ মিডফিল্ডার লালথানখুমা সি দুহভেলা থেকে শুরু করে অভিজিৎকে এর মতো ফুটবলারদের দলে সই করিয়েছে এই ফুটবল দল। তাঁদের উপস্থিতিতে আগের থেকে অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে এই ফুটবল দল। তবে শুধুমাত্র নতুন ফুটবলার দলে টানাই নয়। পরিকল্পনা অনুযায়ী দলের বেশকিছু ফুটবলারদের সঙ্গে চুক্তি ও বাড়ানোর পরিকল্পনা ছিল শ্রীনিধির। সেইমতো এবার দলের গোলরক্ষক আরিয়ান নীরজ লাম্বার (Aryan Niraj Lamba) সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল আইলিগের এই ফুটবল দল। গত ফুটবল সিজনে দলের হয়ে প্রায় ১৩টি ম্যাচ খেলেছিলেন এই ফুটবলার।

Also Read | সাফ চ্যাম্পিয়নশিপে চিরপ্রতিদ্বন্দ্বী বাংলাদেশকে হারিয়ে দাপট ভারতের মেয়েদের

Advertisements

যার মধ্যে দুইটি ক্লিনশিট ছিল বছর বাইশের এই ফুটবলারের। হিসাব অনুযায়ী চলতি বছরের মে মাসেই তাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে গিয়েছিল দলের। অবশেষে আরও দুইটি সিজনের জন্য তাঁর সঙ্গে চুক্তি বাড়িয়ে নিল শ্রীনিধি ডেকান দল। যারফলে আগামী ২০২৭ সাল পর্যন্ত হায়দরাবাদের এই ফুটবল দলের হয়েই খেলতে দেখা যেতে চলেছে এই গোলরক্ষককে। গতবারের তুলনায় এবার নিজেকে আরও সক্রিয় করে তোলাই প্রধান লক্ষ্য লাম্বার। একটা সময় কাহানির যুব দল থেকে উঠে এসেছিলেন এই ফুটবলার।

Also Read | মিটল সমস্যা! খুব শিগগির শহরে আসছেন ব্রাইটসহ আরও এক বিদেশি

পরবর্তীতে এটিকের রিজার্ভ দল হয়ে যোগ দিয়েছিলেন চেন্নাই সিটিতে। সেখান থেকে পুনরায় এটিকে মোহনবাগান হয়ে কেরালা ইউনাইটেডে একটি মরসুম কাটিয়ে গত ২০২২ সালে যোগদান করেছিলেন শ্রীনিধিতে। সেখান থেকে এখনও পর্যন্ত এই দলেই রয়েছেন তিনি।