শেষ সিজনটা যথেষ্ট হতাশাজনক ভাবে শেষ হয়েছিল শ্রীনিধি ডেকানের (Sreenidi Deccan FC) । প্রথম ম্যাচে ধাক্কা খাওয়ার পর দ্বিতীয় ম্যাচে তাঁরা পরাজিত করেছিল শক্তিশালী চার্চিল ব্রাদার্স দলকে। দল জয়ের সরণিতে ফিরতেই আত্মবিশ্বাস বাড়তে শুরু করেছিল ফুটবলারদের মধ্যে। যারফলে পরবর্তী ম্যাচে ও বজায় ছিল সেই ধারাবাহিকতা। সেখানে তাঁরা পরাজিত করেছিল টুর্নামেন্টে অন্যতম শক্তিশালী দল রাজস্থান ইউনাইটেডকে। কিন্তু দিল্লী ম্যাচ থেকে ফের পুরনো পারফরম্যান্সে ফিরে আসে শ্রীনিধি ডেকান। সেই ম্যাচে একটি গোলে পরাজিত হওয়ার পর গোয়ার আরেক শক্তিশালী দল তথা ডেম্পো স্পোর্টস ক্লাব থেকে শুরু করে বারাণসীর শক্তিশালী দল তথা ইন্টার কাশীর কাছে পরাজিত হতে হয়েছিল এই ফুটবল দলকে।
স্বাভাবিকভাবেই যার প্রভাব পড়েছিল দলের পয়েন্ট টেবিলে। তারপরেও বেশ কিছু ম্যাচে পয়েন্ট নষ্ট করে হায়দরাবাদের এই ক্লাব। যারফলে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে অনায়াসেই ছিটকে গিয়েছিল শ্রীনিধি দল। তবে ভালো পারফরম্যান্স করে আইলিগ অভিযান শেষ করতে বদ্ধপরিকর ছিল দল। কিন্তু সেখানেও খুব একটা সুবিধা করা সম্ভব হয়নি। টুর্নামেন্টের শেষ ম্যাচে স্পোটিং ক্লাব বেঙ্গালুরুর কাছে আটকে যেতে হয়েছিল আইলিগের দলকে। যারফলে লিগ টেবিলের নবম স্থানেই শেষ করেছিল এই ফুটবল ক্লাব। সেই নিয়ে যথেষ্ট হতাশ ছিল সকলে। পুরনো সব ভুলে এবারের এই নতুন মরসুমে ভালো পারফরম্যান্স করতে বদ্ধপরিকর শ্রীনিধি ডেকান।
সেজন্য ট্রান্সফার উইন্ডো খোলার পর থেকেই সক্রিয়তা দেখাতে শুরু করেছিল ম্যানেজমেন্ট। ইতিমধ্যেই যুক্ত করা হয়েছে একাধিক ফুটবলারদের। গত কয়েকদিন আগেই আইজল এফসির এক ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে সই করিয়েছে আইলিগের এই ফুটবল দল। তিনি লালথানখুমা সি দুহভেলা। আগের মরসুমে সিজনে পাহাড়ের সেই ফুটবল ক্লাবের হয়ে একাধিক ম্যাচ খেলেছিলেন এই মিজো ফুটবলার। সব দিক মাথায় রেখেই এবার বছর চব্বিশের এই ফুটবলারকে দলে টেনেছে এই ক্লাব। এবার সেই প্রসঙ্গেই মুখ খুললেন ক্লাবের প্রধান কর্মকর্তা ফ্যাবিও ফেরেইরা।
তিনি বলেন, ” লালথানখুমা সাম্প্রতিক সিজনে অসাধারণ পারফর্ম করেছেন। ধারাবাহিকভাবে আই-লিগে তাঁর গুণমান প্রমাণ করে চলেছেন। তাঁর আগমন আমাদের মিডফিল্ডে শক্তি এবং গঠন উভয়ই এনে দেবে। আসন্ন টুর্নামেন্টে স্কোয়াডকে শক্তিশালী করার জন্য আমাদের কৌশলগত দৃষ্টিভঙ্গির সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা তাঁকে ডেক্কান ওয়ারিয়র্স পরিবারে স্বাগত জানাতে পেরে আনন্দিত এবং ক্লাবের রঙে আমাদের ভক্তদের অনুপ্রাণিত করতে তাঁকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।”