Sreenidi Deccan FC: আইভরি কোস্টের দাপুটে ফুটবলারকে সই করাল শ্রীনিধি

গত ফুটবল সিজেনে ভালো পারফরম্যান্স থাকলেও ট্রফি জেতা সম্ভব হয়নি এই ফুটবল দলের। তবে সেইসব এখন অতীত। বর্তমানে নয়া আইলিগ মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই কোমরবেঁধে দল গঠনের কাজে নেমে পড়েছে হায়দরাবাদের এই ক্লাব।

ibrahim sissoko

গত ফুটবল সিজেনে ভালো পারফরম্যান্স থাকলেও ট্রফি জেতা সম্ভব হয়নি এই ফুটবল দলের। তবে সেইসব এখন অতীত। বর্তমানে নয়া আইলিগ মরশুমের কথা মাথায় রেখে অনেক আগে থেকেই কোমরবেঁধে দল গঠনের কাজে নেমে পড়েছে হায়দরাবাদের এই ক্লাব। বিগত কয়েক মাস ধরে যখন দলবদলের বাজারে একের পর এক চমক দিয়ে যাচ্ছে মহামেডান স্পোর্টিং ক্লাব, ঠিক তখন থেকেই নিজেদের টার্গেটে থাকা ফুটবলারদের সঙ্গে গোপনে চুক্তি এগিয়ে নিতে শুরু করে আইলিগের এই দাপুটে দল।

তাই সাময়িকভাবে ঘর গোছানোর ক্ষেত্রে বাকি দলগুলোর থেকে কিছুটা পিছিয়ে থাকলেও বর্তমানে একের পর এক দেশি ও বিদেশি ফুটবলারদের চূড়ান্ত করে চলেছে শ্রীনিধি ডেকান। এবার সেই তালিকায় উঠে আসল আইভরি কোস্টের এক ফুটবলারের নাম।

   

তিনি ইব্রাহিম সিসোকো। একটা সময় আইভরি কোস্টের অন্যতম পরিচিত দল এ এস আদজামির অনূর্ধ্ব ১৯ দল থেকে উঠে এসেছিলেন এই তারকা ফুটবলার। পরবর্তীতে তিনি চলে যান পর্তুগালে। সেখানে অ্যাকাডেমিকা ও কোয়িমব্রার মতো দলের হয়ে খেলেন এই তারকা। সেখান থেকে পরবর্তীতে উলভসবাগ দূরে শুরু করে ভিয়েতনামের কোনেয়াসপরের মতো দলে দাপিয়ে খেলেন বেশ কয়েক বছর। তারপর শেষ ফুটবল মরশুমে আখিসারস্পোরের মতো দলে খেলে এবার প্রথমবারের জন্য ভারতে আসতে চলেছেন এই তারকা ফুটবলার। যা নিঃসন্দেহে বড়সড় চমক।

উল্লেখ্য, গত কয়েকদিন আগেই মহম্মদ সাজিদ ধোতেকে চূড়ান্ত করেছিল আইলিগের এই ফুটবল দল। একটা সময় শিবাজিয়ান্স দলের হয়ে প্রথম আইলিগ খেলতে আসেন তিনি। সেখান থেকে পরবর্তীতে ওডিশা এফসিতে যোগদান। তারপর গত বছর অভিষেক বচ্চনের চেন্নাইন এফসির হয়ে খেললেও এবার তার ডেস্টিনেশন থেকেছে শ্রীনিধি ডেকান এফসি।