নয়া কোচের নাম ঘোষণা করল Sreenidhi Deccan FC

Carlos Vaz Pinto

ফার্নান্দো ভারেলার কোচিংয়ে আইলিগে অভিষেক বছরে Sreenidhi Deccan FC লিগের তৃতীয় স্থানে শেষ করলেও তাকে নতুন মরশুমে কোচের পদে রাখেনি সংশ্লিষ্ট ক্লাব। নতুন কোচ হিসেবে Carlos Vaz Pinto কে নিযুক্ত করলো এই ক্লাব। গত দশ বছরে Portugal, Angola, Ethiopia এবং Kenya তে বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন তিনি।

Advertisements

আরও পড়ুন: Wellington Cirino Priori: ব্রাজিলিয়ান ফুটবলারকে দলে ফিরিয়ে চমক দিল জামশেদপুর এফসি

Advertisements

প্রসঙ্গত,গত মরশুমে Sreenidhi Deccan FC এর হয়ে নজরকাড়া ফুটবল খেলেছিলেন ২১ বছর বয়সী মিজোরামের ডিফেন্ডার Lalchungnunga। ২০২১ সালে দুই বছরের চুক্তি’তে শ্রীনিডি ডেকানে যোগ দিয়েছিলেন এই ফুটবলার,তার খেলার ধরন প্রভাবিত করেছিল লাল হলুদ ব্রিগেড’কে৷ তাই আগামী মরশুমে তাকে ট্রান্সফার ফি দিয়ে ক্লাবে নিয়ে এলো ইস্টবেঙ্গল।বড়ো দলের দায়িত্ব এবার কেমন সামাল দেন তিনি, এখন সেটাই দেখার বিষয়।