Kanyashree Cup: লাল-হলুদকে পরাজিত করে কন্যাশ্রী কাপ চ্যাম্পিয়ন শ্রীভূমি

গতবারের রেকর্ড আর ধরে রাখা সম্ভব হল না ইস্টবেঙ্গলের। এবার কন্যাশ্রী কাপ ( Kanyashree Cup ) ছিনিয়ে নিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী…

Kanyashree Cup

গতবারের রেকর্ড আর ধরে রাখা সম্ভব হল না ইস্টবেঙ্গলের। এবার কন্যাশ্রী কাপ ( Kanyashree Cup ) ছিনিয়ে নিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী এই টুর্নামেন্টের ম্যাচ খেলতে আজ ময়দানের অন্যতম প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল দলের মুখোমুখি হয়েছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। সম্পূর্ণ সময়ের শেষে ২-১ গোলের ব্যবধানে এই ম্যাচ জিতে নিল এই ফুটবল ক্লাব। যা দেখে বিস্মিত সকলেই।

আজ দলের হয়ে গোল পান যথাক্রমে রিম্পা হালদার ও মৌসুমি মুর্মু। অন্যদিকে, একটি মাত্র গোল করে লাল-হলুদের হয়ে ব্যবধান কমান মমতা মাহাতো। তবে শেষ রক্ষা করা সম্ভব হয়নি। গতবারের কন্যাশ্রী কাপ বিজয়ীদের হাত থেকে খেতাব ছিনিয়ে নেয় শ্রীভূমি ক্লাব। এক কথায় বলতে গেলে, এবার যেন বদলা নিলেন লাল-হলুদের প্রাক্তন কোচ সুজাতা কর।

উল্লেখ্য, এবারের এই ফুটবল টুর্নামেন্টে যেমন অনবদ্য পারফরম্যান্স ছিল লাল-হলুদের। ঠিক সেইরকম ভাবেই অনবদ্য পারফরম্যান্স ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের। তবে মাঝে কয়েকবার উত্থান পতন ঘটলেও শেষ পর্যন্ত চূড়ান্ত সাফল্য পেল এই ফুটবল ক্লাব। আজ ম্যাচের শুরু থেকেই যেন পড়তে পড়তে লাল-হলুদকে টেক্কা দিয়েছে প্রতিপক্ষ ফুটবল দল। যার দরুণ এগিয়ে থেকেছে এই ফুটবল দল। তবে দ্বিতীয়ার্ধে লাল-হলুদ ব্রিগেডের তরফ থেকে ব্যবধান কমানো সম্ভব হলেও আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।

Advertisements

অন্যদিকে, কন্যাশ্রী কাপ জয়ের স্বাদ পেল শ্রীভূমি। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লাল-হলুদের বিদায়ী কোচ সুজাতা করের। গত ফুটবল মরশুমে তার হাত ধরেই খেতাব জয় করেছিল ইস্টবেঙ্গল। তবে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন বেশকিছু সমস্যার জন্য ক্লাবের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সুজাতা কর। শেষ পর্যন্ত জাতীয় লিগের পর দায়িত্ব ছেড়েছিলেন এই প্রধানের। তবে এবার নতুন মরশুমে শ্রীভূমির দায়িত্ব গ্রহণ করেই চ্যাম্পিয়নের খেতাব উঠে আসে তাদের হাতে।