মরশুমের প্রথম আন্তর্জাতিক সাঁতার প্রতিযোগিতায় সোনা জয় ভারতের। নেপথ্যে সেই সজন প্রকাশ। শুক্রবার রাতে ডেনিশ ওপেনে এই তারকা সাঁতারু ২০০ মিনিটের ইভেন্টে প্রথম স্থান অধিকার করেছেন।
Danish Open 2022 Day 1
Congratulations!!
Sajan Prakash 1.59.27. Gold 200 Fly
Vedant Madhvan 15.57.86. PB Silver 1500Free @Media_SAI @DGSAI @sports_odisha pic.twitter.com/FxC4BnLIsw— @swimmingfederationofindia (@swimmingfedera1) April 15, 2022
সজন প্রকাশ ভারত এবং আন্তর্জাতিক ক্রীড়া মহলে পরিচিত নাম। তিনিই প্রথম ভারতীয় সাঁতারু যিনি অলিম্পিকে ‘এ’ বিভাগের তকমা অর্জন করেছিলেন। শুক্রবার ডেনিশ ওপেনের ফাইনাল রাউন্ড তিনি অতিক্রম করেতে তাঁর সময় লেগেছে ১.৫৯:২৭। এর আগের পর্বে তিনি সময় নিয়েছিলেন ২.০৩:৬৭।
যদিও ২৮ বছর বয়সী পেশাদার সাঁতারুর কেরিয়ারে এটাই সেরা পারফরম্যান্স নয়। গত বছর রোমে তিনি ইভেন্ট শেষ করতে সময় নিয়েছিলেন ১.৫৬.৩৮।
সজন প্রকাশ বড় হয়েছেন তাঁর মা ভি জে শান্তিমলের কাছে। সিঙ্গেল মাদার। ছেলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সাঁতারু হওয়ার পাশাপাশি একজন পুলিশ কর্তাও। গত বছর কেরালার পুলিশের সহকারী কমান্ড্যান্টের পদে উন্নীত হয়েছিলেন তিনি।
ডেনিশ ওপেনে ভারত হয়ে পদক জয় করেছেন বেন্দন্ত মাধবন। ১ হাজার ৫০০ মিটারের ফ্রি স্টাইল ইভেন্টে রুপোর পদক জিতেছেন তিনি। সময় নিয়েছেন ১৫.৫৭:৮৬। বেন্দন্ত বলিউডের নামকরা অভিনেতা আর মাধবনের ছেলে।