HomeSports NewsSports News : শুরু হয়ে গেল নতুন ফুটবল লিগ, বড় মঞ্চ পাচ্ছেন...

Sports News : শুরু হয়ে গেল নতুন ফুটবল লিগ, বড় মঞ্চ পাচ্ছেন বাংলার ফুটবলাররা

- Advertisement -

Sports News : শুরু হল নতুন লিগ। শিলিগুড়ি উন্নয়ন সমিতি ক্লাবের আয়োজনে রবীন্দ্রনগর বেসিক স্কুল ময়দানে দিবারাত্রি মিনি ফুটবল প্রতিযোগিতার শুভ সূচনা হল আজ। শিলিগুড়ির ভারতনগরের মাঠে রবিবার সকালে।

আজ সকালে ১৫ ই আগষ্ট উপলক্ষে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মেয়র গৌতম দেব। এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং অন্যান্য এম আই সিরা। এদিন গৌতম দেব জানান, “আমি ফুটবল খেলতে ভালবাসি এবং খেলা দেখতেও ভালবাসী। ১৫ ই আগষ্টের দিন শিলিগুড়ির মাঠে ফুটবল খেলা হবে এটা ভেবেই আনন্দ পাচ্ছি।”

   

তিনি জানালেন, “এই প্রতিযোগীতাতে ১৬ টি দল অংশ গ্রহণ করছে।আমি নিজে উপস্থিত থাকবো। আমি এও কথা দিলাম যে দল এই প্রতিযোগিতায় বিজয়ী হবে তাদের আমার তরফ থেকে পুরষ্কৃত করা হবে।”আজ সকালে মেয়র এবং ডেপুটি মেয়র এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular