Sports News : কম বাজার মূল্যের কয়েকজন ফ্রি বিদেশি ফুটবলারের তালিকা

Sports News : নতুন মরশুম শুরু হওয়ার আগে চলছে দলবদলের বাজার। ইতিমধ্যে কিছু সই হয়েছে। আরও কিছু বাকি। ফুটবল প্রেমী, উৎসাহীদের মধ্যে প্রশ্ন, কী হয়…

Sports News : নতুন মরশুম শুরু হওয়ার আগে চলছে দলবদলের বাজার। ইতিমধ্যে কিছু সই হয়েছে। আরও কিছু বাকি। ফুটবল প্রেমী, উৎসাহীদের মধ্যে প্রশ্ন, কী হয় কী ভাব।

Rajiv van La Parra

   

নেদারল্যান্ডসের ফুটবলার। খেলেছেন অনূর্ধ্ব একুশ জাতীয় দলে। লেফট উইঙ্গার রাজীব খেলছেন ইংল্যান্ডের একাধিক ক্লাবে । উলভস, ব্রাইটন, মিডিলসবর্গ সহ একাধিক দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। এখন ক্লাব খুঁজছেন। ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ২৫.০০ এম।

John Mikel Obi

আন্তর্জাতিক ফুটবলের অতি পরিচিত নাম। কেরিয়ারে জিতেছেন বহু খেতাব। এখন কোনো ক্লাবে তিনি নেই। বয়স হয়েছে ৩৫। ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ২৫.০০ এম।

Advertisements

Juan Carlos Menudo

স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। চলতি বছরের ২৯ এপ্রিল থেকে নতুন দলের অপেক্ষায়। ভারতীয় মুদ্রায় বাজার মূল্য ২৫.০০ এম। কেরিয়ারের খেলেছেন স্পেনের বহু ক্লাবে। 

Souleymane Doukara

বাজার মূল্য এখন পড়তির দিকে। ভারতীয় মুদ্রায় ট্রান্সফার ফি পড়তে পারে ১২৫.০০ এম। লিডস, কাতানার মতো ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। সিনিয়র কেরিয়ারে প্রচুর গোল করেছেন। স্ট্রাইকার এবং উইং, দুই পজিশনেই খেলতে পারেন।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News