Hira Mondal: সম্ভবত ইস্টবেঙ্গলে যোগ দিতে বেঙ্গালুরু এফসি থেকে রিলিজ নিলেন হীরা

Hira Mondal

কয়েকদিন আগেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল ফুটবলার হীরা মণ্ডল নিজের পুরনো ক্লাব ইস্টবেঙ্গলে ফিরতে পারেন। সম্প্রতি, হীরা মণ্ডলের (Hira Mondal) ফেসবুক কভার ফটো ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

Advertisements

ওই পোস্টে এক ইস্টবেঙ্গল ভক্তের আঁকা ছবি পোস্ট করেন ফুটবলার হীরা মণ্ডল, তাতে দেখা যায় লাল হলুদ জার্সিতে এক ফুটবলার ম্যাচ মুডে রয়েছেন।আর এই ছবি মুহুর্তে ভাইরাল হয়ে পড়ে সোশাল মিডিয়াতে সঙ্গে ফুটবলার হীরা মণ্ডলের ‘ঘরওয়াপসি’ ঘিরে জোর গুঞ্জন শুরু হয়।

গত ইন্ডিয়ান সুপার লিগ মরসুমে ইস্টবেঙ্গল জার্সি গায়ে চাপিয়ে খেলেছিলেন ফুটবলার হীরা মণ্ডল।চলতি আইএসএল টুর্নামেন্টে বেঙ্গালুরু এফসি জার্সি চাপিয়ে খুব একটা ম্যাচ খেলতে দেখা যায়নি হীরাকে।

Advertisements

আইএসএলে বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে টুর্নামেন্টের দ্বিতীয় জয় পেয়েছে ইস্টবেঙ্গল। ওই ম্যাচে ইস্টবেঙ্গল এফসির বিরুদ্ধে প্রথম একাদশে ঠাই হয়নি হীরার।এরপর থেকেই কানাঘুষো শুরু হয়ে যায় ফুটবলার হীরা মণ্ডল লাল হলুদ জার্সি গায়ে চাপাতে পারেন। ঘটনা পরম্পরাতে, এদিন যেভাবে ফুটবলার হীরা মণ্ডলকে তার ক্লাব বেঙ্গালুরু এফসি রিলিজ করে দিলো তাতে করে লাল হলুদ জার্সিতে হীরা মণ্ডলের খেলার সম্ভাবনা আরও বেশি করে উস্কে দিয়েছে।