Sports News: ভারতীয় ফুটবলে গড়াপেটার ছায়া। কাঠগড়ায় গোয়া প্রো লিগ। ছয়টি ম্যাচে গড়াপেটা হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পর্যালোচনায় আরও একটি ম্যাচ।
এই নিয়ে পরপর তিন বছর উঠল গড়াপেটার অভিযোগ। গত মাসে দশ দিনে হয়েছিল ছয়টি ম্যাচ। ফলাফল সন্দেহজনক। মার্চের ১৫ থেকে মার্চের ২৪ তারিখে ম্যাচগুলো আয়োজিত হয়েছিল। উক্ত ম্যাচগুলোকে কেন্দ্র করে বেটিং এর ধরণ সন্দেহের অন্যতম কারণ।
অতিমারির কারণে জানুয়ারিতে বন্ধ রাখা হয়েছিল লিগ। মার্চের ১৫ থেকে ফের বল গড়িয়েছিল মাঠে। এরপরেই কয়েকজনের গতিবিধি নজরে পড়েছিল বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্ট। নজরে রাখা হয়েছিল বেটিং এর ফলাফল।
গড়াপেটার অভিযোগ তুলে লন্ডনের এক বেসরকারি সংস্থা গোয়া ফুটবল নিয়ামক সংস্থার কাছে বার্তা প্রেরণ করেছে: অতিমারি পরবর্তী সময়ে ব্যাপক গড়াপেটার আশঙ্কা করা হচ্ছে। গোয়া প্রো লিগের বারোটির মধ্যে সাতটি ম্যাচ খুবই সন্দেহজনক। এবং ছয়টি ম্যাচে দুর্নীতি হয়েছে বলে মনে করা হচ্ছে।